অনলাইন ডেস্ক, ২৪ জুন।। দক্ষিণ আফ্রিকার গোসিয়াম সিথোল নামের এক নারী একসঙ্গে ১০ সন্তান জন্ম দেয়ার যে দাবি করেছিলেন, সেটি সত্য নয় বলে জানিয়েছে বিবিসি।
স্থানীয় হাসপাতাল সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, গৌতেং প্রদেশের কোনো ক্লিনিকে কোনো নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেননি। মেডিকেল টেস্টে দেখা গেছে, গোসিয়াম সম্প্রতি গর্ভধারণই করেননি।
৩৭ বছর বয়সী এই নারীর মানসিক স্বাস্থ্য নিয়ে চিকিৎসকেরা প্রশ্ন তুলেছেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঠিক কী কারণে তিনি এমন ভুয়া দাবি করলেন সে বিষয়ে প্রদেশ সরকার বিস্তারিত কিছু জানায়নি। দক্ষিণ আফ্রিকার রাজধানী থেকে প্রকাশিত ইংরেজি গণমাধ্যম প্রিটোরিয়া নিউজে প্রথম খবরটি আসে। প্রতিবেদনে বলা হয়, স্টিভ বিকো হাসপাতালে গত ৭ জুন ওই নারী ১০ সন্তানের মা হন।
হাসপাতাল কর্তৃপক্ষ এমন খবরে ক্ষোভ প্রকাশ করেছে। ভুয়া খবর প্রকাশের অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদক এখন আইনি ঝামেলায় পড়তে যাচ্ছেন।