অনলাইন ডেস্ক, ২৪ জুন।। টানা দুই ড্রয়ে আসর শুরু করা স্পেন আহত বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল স্লোভাকিয়ার ওপর। গোলের ভেলায় চেপে জয়ের সরণিতে ফিরল লুইস এনরিকের দল। সুবাদে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়ে ইউরো কাপের শেষ ষোলোতে পৌঁছে গেল দলটি। বুধবার সেভিয়ার লা কার্তুহায় অনুষ্ঠিত ম্যাচে স্লোভাকিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় স্পেন। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্রি-কোয়ার্টারে গেল দলটি।
যেখানে তাদের লড়তে হবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। এদিন একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপের সেরা হয় সুইডেন। তিন ম্যাচে ৭ পয়েন্ট তাদের। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্লোভাকিয়া সেরা চার তৃতীয় দলের একটি হয়ে পরের ধাপে যেতে পারেনি। ১ পয়েন্ট পাওয়া পোল্যান্ডের তো সে সুযোগই ছিল না। তাই বিদায় নিতে হয়েছে দুই দলকেই। সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে আসর শুরু করা স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করে। দুই ম্যাচেই গোলের জন্য সংগ্রাম করা দলটা এদিন নিজেরা ৩ গোল করল।
বাকি দুই গোল অবশ্য স্লোভাকিয়ার আত্মঘাতী। স্পেনের জন্য এটি মরণ-বাঁচন ম্যাচ ছিল। না জিতলে ছিটকে যেতে হত ইউরো থেকে। এমন চাপের মাঝে খেলতে নেমে ইউরোর মূল পর্বের ম্যাচে এই প্রথম বার ৫ গোল হলো দলটির। যদিও ম্যাচের একেবারে শুরুতে আলভারো মোরাতা পেনাল্টি মিস করেছেন। না হলে গোলের সংখ্যা আরো বাড়তে পারত।
করোনা মুক্ত হয়ে এ দিন ইউরোয় নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন সার্জিও বুস্কেটস। এটাও স্পেনের কাছে মোটিভেশনের কাজ করেছে। সব মিলিয়েই এ দিন শুরু থেকে আক্রমণের ঝড় তোলে লুইস এনরিকের দল। স্লোভাকিয়া হাতে গোনা দু-এক বার আক্রমণে উঠেছিল। বাকি পুরো ম্যাচ এক তরফা খেলে গেল স্পেন। স্লোভাকিয়ার শুরু ও শেষের দুই আত্মঘাতী গোলের মাঝে জালে বল পাঠান এমেরিক লাপোর্ত, পাবলো সারাবিয়া ও ফেররান তরেস।