স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুন।। বিশালগড়ে নেশা সামগ্রী এবং বাংলাদেশী টাকা সহ দুজনকে আটক করেছে পুলিশ। তারা হল উত্তম বণিক এবং সুজিত সাহা। বিশালগড় বাজারে উত্তম বণিকের দোকান ও বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে বলে পুলিশ জানিয়েছে। বিশালগড় নিচের বাজারে নেশা সামগ্রী ও বাংলাদেশি টাকাসহ দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত উত্তম বণিক এবং সুজিত সাহা নেশা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল।
বিশালগড় এলাকার জনগণ বিষয়টি প্রত্যক্ষ করে আসছিলেন। তাদেরকে আটক করার জন্য প্রশাসন থেকে যথাযথ উদ্যোগ গ্রহণ করা হয়। বর্তমান লকডাউন পরিস্থিতিতে তাদের এ রমরমা বাণিজ্য সিপাহী জলা সহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে ফেনসিডিল এবং বাংলাদেশী টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। জানা গেছে ফেনসিডিল কারবারি উত্তম বণিক তার বাড়িতে প্রচুর পরিমাণে বাংলাদেশি টাকাসহ নেশা সামগ্রী মজুদ করে রাখে।
তার বাড়ি থেকে অভিযান চালিয়ে নেশাজাতীয় ট্যাবলেট এস্কাপ,এবং বাংলাদেশী টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান সিপাহী জেলা পুলিশ সুপার। কিরে জানান বিশালগড় থানার পুলিশ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ বোতল নেশা জাতীয় সিরাপ, ২৫০০এস পি ট্যাবলেট, সাড়ে তিন লাখ বাংলাদেশি টাকা, ৬২হাজার ভারতীয় টাকা এবং সাড়ে তিন লক্ষ টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার হয়েছে। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। বিশালগড় থানার পুলিশ সহ সিপাহী জলা জেলার সর্বত্র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জেলা পুলিশ সুপার জানিয়েছেন।