স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৩ জুন।।তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের উদ্যোগে বুধবার মেগা করোনা ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হয়। এলাকার বিধায়িকা কল্যাণী রায় নিজে সেখানে উপস্থিত থাকে ভ্যাকসিন প্রদান তদারকি করেন। করোণা অতিমারির প্রকোপ থেকে সাধারণ মানুষজনদের রক্ষা করতে তেলিয়ামুড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং তেলিয়ামুড়া বিধায়িকার প্রচেষ্টায় বুধবার তেলিয়ামুড়াস্থিত এগ্রি প্রডিউস মার্কেটের সেড ঘরে করোনা মেগা ভ্যাকসিন শিবির অনুষ্ঠিত হয়।
এদিন এই মেগা ভ্যাকসিন শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশনের সম্পাদক নরেন্দ্র গোপ সহ মার্চেন্ট এসোসিয়েশনের অন্যান্য কর্মকর্তারা। বুধবার ভ্যাকসিন নিতে আসা ১৮ ঊর্ধ্ব বয়সের -যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।
এ বিষয়ে এলাকার বিধায়িকা কল্যাণী রায়ের কাছে জানতে চাইলে তিনি জানান, এই ভ্যাকসিন শিবিরে চার শতাধিক সাধারণ মানুষদের মধ্যে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।তেলিয়ামুড়া মার্চেন্ট এসোসিয়েশন এর উদ্যোগে ভ্যাকসিন টিকাদান শিবির এলাকার জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। আগামী দিনেও এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য জনগণের পক্ষ থেকে মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং এলাকার কাছে অনুরোধ জানানো হয়েছে।