প্রশাসনিক হয়রানির প্রতিবাদে চুরাইবাড়িতে মূল সড়ক অবরোধ করলেন স্থানীয় জনগণ

স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২৩ জুন।। রাজ্যের প্রবেশদ্বার চোরাইবাড়ি গেইট দিয়ে যাতায়াত করতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনিক হয়রানির প্রতিবাদ জানিয়ে বুধবার সকাল থেকে চোরাইবাড়িতে মূল সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। চুরাইবাড়ি সেলট্যাক্স গেইটে রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ওয়ানওয়ে রাস্তা করে দেওয়ায় গেইটে কর্মরত টিএসআর ,পুলিশ এবং পরিবহণ দফতরের কর্মীরা কোন গাড়িকে ছাড় দিচ্ছে না।

ফলে চুড়াইবাড়ির বসবাসকারী স্থানীয় জনতা এলাকায় চলাচল করতে পারছে না। জানা গেছে,সাধারণ মানুষ, রোগী ও বাইক নিয়ে চলাচল করা স্থানীয় বাসিন্দাদের বহিঃরাজ্যে থেকে আসা লরি গুলির সঙ্গে একই লাইনে যাওয়া-আসা করার জন্য জেলাশাসক নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রতিদিন প্রায় দুই থেকে তিন শতাধিক লরি ত্রিপুরায় প্রবেশ করায় সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয় জনতা ও রোগীপরিবাহী গাড়ি গুলি।

জেলাশাসকের এধরনের নির্দেশ প্রত্যাহার করার দাবিতে জাতীয় সড়কের ওয়ানওয়ে রাস্তাটি সকাল থেকে অবরোধ করে বসে স্থানীয় জনতা। ফলশ্রুতিতে বর্তমানে চরম অশান্তি দেখা দিয়েছে চুরাইবাড়ি সেলটেক্স গেইটে। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনগণ।  অবশেষে পঞ্চায়েত প্রধান উপপ্রধান ও চুড়াইবাড়ি থানার ওসি এসে তাদের আশ্বস্ত করেন। সেলট্যাক্স এর অপর পাশে থাকা তিনটি ওয়ার্ডের প্রায় বারোশো লোক ওই এলাকায় চলাচল করে যাদের প্রত্যেককে আইডেন্টিফিকেশন কার্ড তৈরি করে দেওয়া হবে যার ফলে গেইটে তাদের আর হয়রানির শিকার হতে হবে না। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত আন্দোলন তুলে নিলো বিক্ষোভকারীরা ।তবে সমস্যার স্থায়ী সমাধান না হলে আবারো রাস্তা অবরোধে বসবে বলে জানায় তারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?