স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৩ জুন।। দায়িত্ব পালন করতে গিয়ে জনরোষে পড়তে হচ্ছে সরকারী আধিকারিকদের। সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের মহামারি। এই মহামারি থেকে লোকজনদের রক্ষনার্থে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের পক্ষথেকে কিছু নির্দেশিকা জারী করাহয়েছে। রাজ্য সরকারের এই সকল নির্দেশিকাকে সফল করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে আরক্ষা দপ্তর ও মহকুমা প্রসাশনের লোকজনেরা।
রাজ্য সরকারের নির্দেশিকা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করছে প্রসাশন। এই পদক্ষেপ গ্রহন করতে গিয়ে অসচেতন লোকজনের দ্বারা হেনস্থার শিকার হতে হচ্ছে প্রশাসনের লোকজনদের এমনটাই অভিযোগ উঠে আসলো। বুধবার শান্তির বাজার বগাফা ফরেষ্ট রেঞ্জ অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে মাক্স বিরোধী আভিযানে নামলো শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সপ্তপর্নী মজুমদার সহ আরক্ষা দপ্তরের কর্মীরা।
এরইমধ্যে দেখা যায় বাজারে আগত যে সকল লোকজন মাক্স পরিধান করছেনা ও যে সকল লোকজন সামাজিক দুরত্ব ছাড়া যানবাহনে চলাচল করছে তাদেরকে চিহ্নিত করে জরিমানা করছে প্রশাসনের লোকজনেরা। সরকারি বিধিনিষেধ অমান্য করে শান্তিরবাজারে প্রায় কয়টি যানবাহনে যাত্রী নিয়ে চলাচল করছে চালকরা। আজকে ফাইনের চিত্রের মধ্যে দেখাগেলো যাত্রীবাহী বাসে এক অসেচন ব্যক্তিকে ফাইন করতে গেলে ডি সি এম সপ্তপর্নী মজুমদারকে গালী গালাজ শুরু করে ঐ ব্যক্তি। এইনিয়ে ডি সি এম সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে উনাদের অসুবিধার কথা সংবাদমাধ্যেমের সামনে তুলে ধরেন। তিনি জানান বিভিন্ন প্রতিকুলতার মধ্যে লোকজনদের রক্ষনার্থে উনারা কাজ করে যাচ্ছেন।