অনলাইন ডেস্ক, ২৪ জুন।। হাঙ্গেরির বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে দুবার পিছিয়ে পড়েও পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল জার্মানি। সুবাদে ইউরো কাপের শেষ ষোলোয় পৌঁছে গেল দলটি। ‘মৃত্যুকূপ’ হিসেবে পরিচিত ‘এফ’ গ্রুপ থেকে রানার্সআপ হয়ে নটআউট পর্বে খেলবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ ষোলোয় তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। বুধবার মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানি ও হাঙ্গেরির মধ্যকার ম্যাচটি ২-২ ড্র হয়।
১১ মিনিটে অ্যাডাম স্লাজাইয়ের করা গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল হাঙ্গেরি। ৬৬ মিনিটে জার্মানির পক্ষে সমতা ফেরান কাই হাভেরটজ। ৬৮ মিনিটে আন্দ্রেস শেফার ফের এগিয়ে দেন হাঙ্গেরিকে। জিতলেই শেষ ১৬-তে পৌঁছে যেত হাঙ্গেরি, ছিটকে যেত জার্মানি।
কিন্তু ৮৪ মিনিটে লেয়ন গোরেটস্কার গোল জার্মানিকে পৌঁছে দেয় রাউন্ড অব সিক্সটিনে। একই সময়ে গ্রুপের আরেক হাইভোল্টেজ ম্যাচে ২-২ ড্র করে পর্তুগাল ও ফ্রান্স। ক্রিস্তিয়ানো রোনালদো পেনাল্টি থেকে দুটি গোল করে আন্তর্জাতিক ম্যাচে আলি দাইয়ের সর্বাধিক ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করেন। ফ্রান্সের পক্ষে গোল দুটি করেন করিম বেনজেমা। এই ম্যাচ ড্র হওয়ায় ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স।
জার্মানির সমান ৪ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে গ্রুপে তৃতীয় পর্তুগাল। তবে তৃতীয় হওয়া সেরা চার দলের একটি হয়ে শেষ ষোলোয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করতে হলো হাঙ্গেরিকে।