ফিলিপাইনের প্রাক্তন প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো মারা গেছেন, বয়স হয়েছিল ৬১ বছর

অনলাইন ডেস্ক, ২৪ জুন।। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো একুইনো মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। দেশটির পররাষ্ট্র মন্ত্রী এবং আরও কয়েকজন কর্মকর্তা এ খবর জানান। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। রাজধানী ম্যানিলার কাছে ক্যাপিটল মেডিকেল সেন্টারে বৃহস্পতিবার তিনি মারা যান।

‘নয়নয়’ হিসেবে পরিচিত একুইনো ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ও গণতন্ত্রের প্রতীক কোরাজন একুইনো এবং সিনেটর বেনিগনো ‘নিনয়’ একুইনোর একমাত্র ছেলে। মায়ের মৃত্যুর পর বেনিগনো একুইনো দেশটির ১৫তম প্রেসিডেন্ট হন। তিনি ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। বেনিগনো একুইনো ১৯৯৮ সালে তার রাজনৈতিক জীবন শুরু করেন।

এর আগে একজন প্রশিক্ষিত অর্থনীতিবিদ হিসেবে তিনি পরিবারের চিনির ব্যবসায় জড়িত ছিলেন। তিনি ২০০৭ সালে সিনেটর হওয়ার আগে প্রতিনিধি পরিষদে তিন দফা কংগ্রেসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। বেনিগনো একুইনো তৎকালীন স্বৈরশাসক ফার্দিয়ান্দ মার্কোসের বিরোধিতাকারী ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রে নির্বাসিত ছিলেন।

দেশে ফেরার পথে ১৯৮৩ সালে তিনি খুন হন। একুইনো একুইনোর মা কোরাজন একুইনো ১৯৮৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০০৯ সালের আগস্টে মারা যান। এর এক মাসের মধ্যেই একুইনো একুইনো দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। তিনি ২০১০ সালের ওই নির্বাচনে ব্যাপক ভোটে বিজয় লাভ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?