অনলাইন ডেস্ক, ২৪ জুন।। দ্বিতীয় আর তৃতীয় ঢেউয়ে এসে বিশ্বে মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ১৮ কোটি ছাড়িয়ে গেছে। মারা গেছেন ৩৯ লাখের বেশি মানুষ। ওয়ার্ল্ডো মিটারের বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের পরিসংখ্যানে মহামারীর এমন চিত্র উঠে এসেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত হয়েছেন আরও ৪ লাখ ২৬ হাজারের বেশি। এ নিয়ে মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১৮ কোটি ৩ লাখ ৪৭ হাজার জনে। একদিনে করোনায় মারা গেছেন আরও ৮ হাজার ৫১৬ জন।
এ নিয়ে এই মহামারীতে প্রাণহানি দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬ হাজার ৮৪৩ জনে। করোনা সংক্রমিত ও মৃতদের বড় অংশই তিনটি দেশের। তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪৪ লাখ ৪৯ হাজারের বেশি। এখন পর্যন্ত মারা গেছেন ৬ লাখ ১৮ হাজার ২৯৪ জন।
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতে ৩ কোটি ৮২ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯২ হাজার ১৪ জন।করোনায় প্রাণহানিতে বিশ্ব দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মারা গেছেন ৫ লাখ ৭ হাজার ২৪০ জন। সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮১ লাখ ৭০ হাজার ৭৭৮ জন।