অনলাইন ডেস্ক, ২৪ জুন।। জস বাটলারের অপরাজিত ৬৮ রানের সুবাদে কার্ডিফে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে ইংল্যান্ড।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ইংলিশদের ৮৬ রান দেন বাটলার ও জেসন রয়। দুষ্মন্ত চামিরার বলে দানুশকা গুনাথিলাকার হাতে বন্দী হয়ে সাজঘরে ফেরার আগে ৩৬ রান আসে রয়ের ব্যাট থেকে। সতীর্থকে হারালেও ১৭ বল হাতে রেখে ইংল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাটলার।এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১২৯ রান করে শ্রীলঙ্কা।
দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে দাসুন শানাকার ব্যাট থেকে।ইংল্যান্ডের হয়ে ১৭ রানে ২ উইকেট নেন আদিল রশিদ। ৩৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন স্যাম কারেন।দুই দলের তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে বৃহস্পতিবার, কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১২৯/৭ (২০ ওভার): শানাকা ৫০, কুশল পেরেরা ৩০, দানুশকা গুনাথিলাকা ১৯; রশিদ ২/১৭, কারেন ২/২৫
ইংল্যান্ড: ১৩০/২ (১৭.১ ওভার): বাটলার ৬৮*, রয় ৩৬, জনি বেয়ারস্টো ১৩*; চামিরা ১/২৪, উদানা ১/৩০