অনলাইন ডেস্ক, ২৪ জুন।। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেও জিততে পারেনি ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করেছে পেরু। বৃহস্পতিবার ভোরে এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে কোপা আমেরিকার ‘বি’ গ্রুপের ম্যাচে ২৩তম মিনিটে এগিয়ে যায় ইকুয়েডর। ডিফেন্সিভ মিডফিল্ডার রেনাতো তাপিয়ার ভুলে আত্মঘাতী গোল হজম করে বসে পেরু।
সেই গোল শোধ করার আগে ফের পিছিয়ে পড়ে তারা। প্রথমার্ধের যোগ করা তৃতীয় মিনিটে ড্যামিয়েন দিয়াজের পাসে ইকুয়েডরের ব্যবধান দ্বিগুণ করেন আয়ারটন প্রেসিয়াডো। দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে আক্রমণে ধার বাড়ায় পেরু। সুযোগও তারা পেয়ে যায় দ্রুত। ৪৯তম মিনিটে ক্রিশ্চিয়ান কুয়েভারের পাসে দলকে লড়াইয়ে ফেরান জিয়ানলুকা লাপাদুলা।
এরপর ৫৪তম মিনিটে সমতাসূচক গোল পায় পেরু। লাপাদুলার পাস থেকে আসরে ইকুয়েডরের প্রথম জয়ের স্বপ্ন ভেঙে দেন আন্দ্রে ক্যারিলো। এই ড্রয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে পেরু। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ইকুয়েডর। গ্রুপের আরেক ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে নাটকীয় জয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে দুইয়ে।