অনলাইন ডেস্ক, ২৪ জুন।। নিউজিল্যান্ডের শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হলো দুই বছর ধরে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আসর। সাউদাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা। তবে এক এক ম্যাচের ফাইনালেই বিশ্বের সেরা টেস্ট দলের ফয়সালা হওয়াটা মানতে পারছেন না টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি।
কিউইদের জয়ের কৃতিত্ব দিলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তিন ম্যাচের সিরিজ চান তিনি। তবে এই জায়গায় কোহলির সঙ্গে একমত নন কেন উইলিয়ামসন। এক ম্যাচের ফাইনালকেই রোমাঞ্চকর মানছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারিত হয় রিজার্ভ ডে-তে। ফাইনালের পুরো দুটো দিন ভেসে যায় বৃষ্টিতে।
তবে শেষদিনে দারুণ বোলিংয়ে আসরের প্রথম চ্যাম্পিয়নের মুকুট মাথায় তোলার অভিযানে ভারতকে বেশি দূর এগোতে দেয়নি কিউইরা। তবে এক ফাইনাল দিয়ে শিরোপা ভাগ্য নির্ধারণ নিয়ে হতাশ কোহলি, ‘আমি মনে করি না যে, বিশ্বের সেরা টেস্ট দল কোনটা সেটা এক ম্যাচে নির্ধারণ করা উচিত। টেস্ট সিরিজ যদি হয় তবে তিন ম্যাচ জুড়ে দলের চরিত্র ফুটে ওঠে এবং কোন দলের সামর্থ্য আছে সিরিজে ফেরার বা প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার।’