অনলাইন ডেস্ক, ২৪ জুন।। জোড়া গোল করে আন্তর্জাতিক ম্যাচে আলি দাইয়ের সর্বাধিক ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করলেন ক্রিস্তিয়ানো রোনালদো। সুবাদে বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্সের সঙ্গে ড্র করল ইউরোর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পর্তুগাল। তাতে লক্ষ্য পূরণ হলো দুই দলেরই। ফ্রান্স গ্রুপ সেরা হয়ে পৌঁছে গেল শেষ ষোলোয়। আর পর্তুগাল তৃতীয় হওয়া দলগুলোর সেরা চারটির একটি হয়ে গেল পরের পর্বে। বুধবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল-ফ্রান্স ম্যাচটি ২-২ ড্র হয়। গ্রুপের অন্য ম্যাচে হাঙ্গেরির সঙ্গে ২-২ ড্র করে জার্মানি।
তাতে ‘মৃত্যুকূপ’ খ্যাত ‘এফ’ গ্রুপ থেকে তিন হেভিওয়েটেরই শেষ ষোলো নিশ্চিত হয়। জার্মানি শেষ ষোলোর টিকিট পেয়েছে গ্রুপ রানার্সআপ হিসেবে। হাঙ্গেরিকে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। গ্রুপ পর্বের শেষ রাউন্ডের এই ম্যাচ দুটি ঘিরে ছিল দারুণ রোমাঞ্চ ও উত্তেজনা। এমনিতেই শক্তিধরদের ম্যাচ। তার ওপর পর্তুগাল ও জার্মানি দুই দলেরই ছিল আসর থেকে বিদায় নেওয়া শঙ্কা। সবমিলে দুটি ম্যাচই হয়েছে দারুণ উপভোগ্য। একই সময়ে চলা দুটি ম্যাচে শেষ মিনিট পর্যন্ত পর্তুগাল বা জার্মানি, যে কোনো একটি দলের বিদায়ের শঙ্কাও ছিল।
শেষ পর্যন্ত অবশ্য অঘটন কিছু হয়নি। ক্রিস্তিয়ানো রোনালদোর স্পট কিক থেকে ৩০ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। তবে বিরতিতে যাওয়ার আগেই বেনজেমার গোলে সমতায় ফিরে ফ্রান্স। বিরতির পর বেনজেমা নিজের দ্বিতীয় গোল আদায় করে দলকে লিড এনে দেন। তবে ৬০ মিনিটে ফের পেনাল্টি থেকে রোনালদো গোল করলে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। আর ফ্রান্স জয় না পেলেও জার্মানি নিজেদের ম্যাচে ড্র করায় গ্রুপসেরা হওয়ার লক্ষ্য পূরণ হয় দিদিয়ের দেশমের দলের।
এদিকে শুধু আলি দাইয়ের রেকর্ড ছোঁয়াই নয়, প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ মিলিয়ে ২০ গোল করেছেন রোনালদো। এবারের আসরে তার মোট গোল হলো পাঁচটি, ইউরোর ইতিহাসে রেকর্ড ১৪টি। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ফ্রান্স। জার্মানির সমান ৪ পয়েন্ট হলেও মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থেকে গ্রুপে তৃতীয় পর্তুগাল। তবে ২ পয়েন্ট নিয়ে আসর শেষ করতে হলো হাঙ্গেরিকে। শেষ ষোলোয় বেলজিয়ামের মুখোমুখি হবে পর্তুগাল। সুইজারল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স।