ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়ান দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করল বিজেপি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৩ জুন।। বুধবার  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়ান দিবস রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিজেপির উদ্যোগে। দলের রাজ্য কার্যালয় থেকে প্রায় সব কার্যালয়ে পালন করা হয় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়ান দিবস।

এই উপলক্ষে, রাধাকিশোরপুর মন্ডল, বাগমা মন্ডল,  কাকড়াবন -শালগড়া মন্ডল সহ  মাতারবাড়ি মন্ডলের মন্ডল কার্যালয়ে  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী  প্রতি  শ্রদ্ধাঞ্জলি জানানো হয়৷এছাড়াও   প্রত্যেক মন্ডলের অন্তর্গত সমস্ত বুথে বুথেও  ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতি  শ্রদ্ধা  জ্ঞাপন করেন বিজেপি কর্মী ও নেতৃত্ব৷

এছাড়া এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৫১ পীঠের এক পীঠ মাতারবাড়ি কল্যাণ সাগর  থেকে প্লাস্টিক ,আবর্জনা পরিষ্কার সহ কল্যাণ সাগরে চতুর্দিক পরিষ্কার করে স্বচ্ছ ভারত অভিযান করেন মাতারবাড়ি মন্ডলের কার্যকর্তারা৷ এই স্বচ্ছ ভারত অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ৩২ মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মাতাবাড়ি মন্ডল সভাপতি মিন্টু চক্রবর্তী সহ অন্যান্য কার্যকর্তারা৷

আজ দুপুরে ভারতীয় জনতা পার্টির ৩১ নং রাধাকিশোরপুর মন্ডলের সভায় মাননীয় মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়  মন্ডল সভাপতি প্রবীর দাস , রাজ্য কমিটির অন্যতম সদস্যগণ সমীর চক্রবর্তী ,জেলা কমিটির অন্যতম সম্পাদক তথা আর কে পুর মন্ডল প্রভারী গৌতম কর, মণ্ডলের বিভিন্ন পদাধিকারী ও সদস্য সদস্যাগণ, মণ্ডলের অন্তর্গত জেলা কমিটির সদস্য সদস্যাগণ, বিভিন্ন মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ, শক্তিকেন্দ্র ইনচার্জগণের উপস্থিতিতে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৬৮ তম প্রয়াণ দিবস তথা বলিদান দিবস উদযাপন ও সাংগঠনিক আলোচনা করা হয়৷

ড: শ্যামাপ্রসাদ মুখার্জির  বলিদান দিবস উপলক্ষে আজ বিকেলে রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রের কয়েকজন দুঃস্থ লোকের হাতে এই কেন্দ্রের  বিধায়ক তথা কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের  পক্ষ থেকে তাঁর পাঠানো কিছু অর্থ সাহায্য দুস্থ পরিবারগুলোর হাতে তুলে দেন মন্ডল সভাপতি প্রবীর দাস  জেলা কমিটির অন্যতম সদস্য তথা বিশিষ্ট আইনজীবী কুন্তল  দাস, জামজুড়ি পঞ্চায়েত প্রধান তথা জেলা কমিটির অন্যতম সদস্য সুব্রত দাস, মণ্ডল যুব মোর্চার সভাপতি রাকেশ শীল, বুথ সভাপতিগণ৷

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?