স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৩ জুন।। বিদ্যুৎ নিগমে কোটি কোটি টাকা বকেয়া বিল না পেয়ে শ্রমিকদের মজুরি দিতে পারছে না বৈদ্যুতিক খুঁটি উৎপাদনকারী সংস্থা। বাধ্য হয়ে উৎপাদন কাজ আপাতত বন্ধ করে দিয়েছে সংস্থাটি। উদয়পুর পালাটানাস্থিত বৈদ্যুতিক খুঁটি উৎপাদনকারী সংস্থায় বিদ্যুতের খুঁটি নির্মাণ করা হয়। সংস্থাটি অর্থনৈতিক কারণে অনির্দিষ্ট কালের জন্য খুঁটি উৎপাদন বন্ধের সিদ্ধান্তর কথা ঘোষণা করেছে। বিষয়টি সংস্থার কর্তৃপক্ষ গোমতী জেলা শ্রম দপ্তরকে জানিয়েছে।
কোটির উৎপাদনকারী সংস্থা মালিক শ্রমিকদের বেতন ভাতার অক্ষমতার কথাও জানান গোমতী শ্রম দপ্তরকে । প্রশ্ন দেখা দিয়েছে করোনা পরিস্থিতিতে শ্রমিকদের কর্মচ্যুতি ঘটলে শ্রমিকরা কোথায় যাবে । সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকরা কোন উপায় না পেয়ে কাজের তাগিদে গোমতী জেলার জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। শ্রমিকরা জেলা শাসককে এক চিঠিতে জানিয়েছেন কারখানা বন্ধ হলে তাদের পরিবার পরিজন নিয়ে জীবন- জীবিকা নির্বাহ করতে দাঁড়াবেে না ।
পাশাপাশি শ্রমিকরা কারখানা চালু রাখার দাবিও জানিয়েছেন।এখন দেখার বিষয় রাজ্য সরকার ওই ১৪ জন শ্রমিকদের জন্য কি ব্যবস্থা গ্রহণ করেে। সেদিকে তাকিয়ে আছে কর্মহারা অসহায় ১৪জন শ্রমিক। বিদ্যুতের খুটি তৈরীর কাজে নিয়োজিত সংস্থার মালিক বকেয়া বিল পাওয়ার জন্য বারবার বিদ্যুৎ এবং কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও ইতিবাচক কোনো সাড়া পাননি। ফলে এই জটিল সমস্যার সৃষ্টি হয়েছে।