জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আগরতলায় জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৪ জুন।। জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথ জিও মন্দিরে বৃহস্পতিবার স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। এদিন মন্দিরে জগন্নাথ দেবের বিশেষ পূজার্চ্চনা হয়।  জগন্নাথ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে বৃহস্পতিবার আগরতলায় জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে জগন্নাথ মন্দিরের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। জগন্নাথ বাড়ির সাধু-সন্তরা বিশেষ রচনা সম্পর্কে ভক্তদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজকের দিনেই ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। সেজন্যই আজকের দিনটি স্নানযাত্রা দিবস হিসেবে পালন করা হয়।

অন্যান্য স্থানের মতো আগরতলায় জগন্নাথ জিউর মন্দির বিশেষ প্রজাতির মধ্য দিয়ে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি পালন করা হয়েছে।করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মন্দিরগুলি ভক্তদের জন্য উন্মুক্ত নেই। তদুপরি জগন্নাথ বাড়িতে জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব উপলক্ষে ভক্তদের প্রচন্ড ভিড় পরিলক্ষিত হয়। সাধুসন্ত এবং ভক্তবৃন্দ দের অনেকের মাক্স পর্যন্ত পরিলক্ষিত হয়নি। সামাজিক দূরত্ব বলতে কিছু ছিল না।

স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে ধর্মীয় অনুষ্ঠানের নামে যেভাবে করোনা বিধি লংঘন করা হচ্ছে তাতে বড় ধরনের কোনো বিপদ ডেকে আনা হচ্ছে না তো? এ বিষয়ে জানতে চাওয়া হলে জগন্নাথ মন্দিরের এক সাধু জানান করোণা বিধি মেনেই জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। জগন্নাথ মন্দিরে স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকেই যে উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে তাতে করোণা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। কিন্তু এসব বিষয়ে কোন ধরনের নজরদারির ব্যবস্থা নেই প্রশাসনের তরফে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?