অনলাইন ডেস্ক, ২৪ জুন।। চীনের সমালোচক হিসেবে পরিচিত জিমি লাইয়ের গণতন্ত্রপন্থী পত্রিকা অ্যাপল ডেইলি বন্ধের ঘোষণার পর বৃহস্পতিবার শেষ কপি কিনতে লাইন দিতে দেখা গেছে হংকংয়ের সাধারণ মানুষকে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ২৬ বছরের পুরোনো পত্রিকাটির প্রতিষ্ঠাতা জিমিকে আগেই কারাগারে নিয়েছে চীন নিয়ন্ত্রিত হংকং প্রশাসন। গ্রেপ্তার হয়েছেন একাধিক কর্মকর্তা।
ট্যাবলয়েড ঘরানার পত্রিকাটির অনলাইন সংস্করণ বুধবার স্থগিত হয়ে যায়। বৃহস্পতিবার বেরিয়েছে শেষ কপি। অ্যাপল ডেইলি এর আগে তাদের পত্রিকার কার্যক্রম চলবে না বন্ধ হবে সে বিষয়ে শুক্রবার এক বৈঠকে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিল; তার দুইদিন আগেই মূল কোম্পানির কাছ থেকে ট্যাবলয়েডটি বন্ধের ঘোষণা এল। পত্রিকাটির কার্যালয়ে কয়েকবার অভিযান চালায় হংকং পুলিশ।
জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ তাদের বিরুদ্ধে। তারা সাংবাদিকদের কম্পিউটার ও নোটবুক তল্লাশি করে এবং পাঁচ জন নির্বাহী কর্মকর্তাকে গ্রেপ্তার করে। বার্তাকক্ষের কম্পিউটারগুলোর সামনেও পুলিশ কর্মকর্তাদের বসে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের ফোনসেট ও কম্পিউটার থেকে তথ্য সংগ্রহ করতে ওই অভিযান পরিচালনা করা হয়।