স্টাফ রিপোর্টার, চুা্রাইবাড়ি, ২৩ জুন।। রান্নার গ্যাসের বুলেট পরিবাহী ট্যাংকার গাড়ির চালকদের দাবি মেনে নেওয়ায় টানা ৪৮ ঘণ্টা পর পুনরায় যান চলাচল শুরু করল ট্যাঙ্কারের চালকরা। চুড়াইবাড়ি চেকপোস্টের যাবতীয় দুর্নীতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন। চুরাইবারি সফরকালে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশ এরপর থেকে চুড়াইবাড়ি সেল ট্যাক্স অফিসে নিয়মকানুন অনেকটাই কঠোর করা হয়েছে।
বহি রাজ্য থেকে আসা যানবাহন গুলিতে তল্লাশি চালানোর পাশাপাশি সঠিকভাবে ওজন করার পর রাজ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পণ্যবাহী অন্যান্য যানবাহন এর পাশাপাশি বহি রাজ্য থেকে রান্নার গ্যাসের বুলেট নিয়ে আসা ট্যাংকার গুলিকেও একই নিয়মের আওতায় আনা হয়। তাতে সমস্যায় পড়ে বুলেট পরিবাহী ট্যাঙ্কারের চালকরা। তাদের দাবি জরুরী পরিষেবা কাজের সঙ্গে যুক্ত। সে কারণেই তাদের অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যে প্রবেশের অনুমতি দিতে হবে।
বিষয়টি নিয়ে প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে রীতিমতো দৌড়ঝাঁপ শুরু হয়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত ট্যাংকার গুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে রাজ্যে প্রবেশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই ট্যাংকার চালকরা টানা ৪৮ ঘণ্টা পর তাদের ধর্মঘট প্রত্যাহার করে কাজে সামিল হয়। তাতে অস্বস্তিকর পরিস্থিতির সমাধান হয়।গত তিন দিন ধরে বুলেট না আসার কারণে রান্নার গ্যাস উৎপাদনে কিছুটা সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে পুনরায় বুলেট গুলি রাজ্যে আসতে শুরু করে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেছেন অনেকেই।