সাব্রুম শহর এলাকায় এক বাড়িতে দুঃসাহসিক চুরি, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুট

স্টাফ রিপোর্টার, সাব্রুম, ২৪ জুন।। দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম শহর এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। নগদ টাকা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল। পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়েই এই চুরির ঘটনা সংঘটিত করেছে চোরের দল। সাব্রুম শহরের বুকে ফের দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত্রিবেলা সাব্রুম থানার অন্তর্গত সাব্রুম মহকুমা হাসপাতালের কোয়াটার সংলগ্ন নগর পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের গীতা রায়ের বাড়িতে হানা দেয় চোরের দল। চোর ঘরের জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। গীতা রায় গত তিন দিন আগে ছেলের চিকিৎসার জন্য আগরতলাতে যান ।যার ফলে তাদের বাড়ি ফাঁকা ছিল। বাড়িতে চুরির ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে আগরতলা থেকে নিজ বাড়িতে আসেন বাড়ির মালিক গীতা রায়। সকাল দশটা নাগাদ বাড়িতে এসে তিনি দেখতে পান ঘরের টিন কেটে চোর ঘরের ভিতরে প্রবেশ করে।

শোকেজে রাখা প্রায় ৫/৬ লক্ষ টাকার গহনা ও প্রায় ৬০/৭০ হাজার টাকা নগদ এছাড়াও ঘরের মধ্যে থাকা টিভি,বাই-সাইকেল, মোবাইল সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। এ ব্যাপারে তিনি সাব্রুম থানায় চুরির অভিযোগ দায়ের করেছেন।   সাব্রুম শহরে পরপর এরকম দুঃসাহসিক চুরির ঘটনায় হতচকিত সাব্রুমের জনগন। পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। রাত্রিকালীন এলাকার পুলিশি ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?