স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৩ জুন।। চড়িলামের আড়ালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিন প্রদান নিয়ে বিতর্কের জেরে আশা কর্মীকে মারধর করেছে এক যুবক। তাতে আশা কর্মী গুরুতর ভাবে আহত হয়েছে। আহত আশা কর্মীকে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চড়িলাম আড়ালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মীকে বেধড়ক মারধর করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে । আহত আশা কর্মীর নাম লক্ষ্মী সরকার । জানা যায় দায়িত্বপ্রাপ্ত আশা কর্মী ভ্যাকসিন নিতে আসা লোকজনদেরকে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধ ভাবে ভ্যাকসিন নেওয়ার জন্য বলেন । তাতেই বিপত্তি। এক উশৃংখল যুবক আশা কর্মীর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ে। এমনকি তাকে বেধড়ক মারধর করে।
তাতে আশা কর্মী গুরুতর ভাবে আহত হয়।অভিযুক্ত উৎশৃংখল যুবকের নাম আবুল কালাম । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মুহূর্তেই তীব্র ক্ষোভের সঞ্চার হয় ।পরবর্তী সময়ে পরিস্থিতি বেগতিক দেখে সে পালিয়ে যায় । খবর দেওয়া হয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের । তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত আশা কর্মীকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে ।তার আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করে রাখেন।
বিশালগড় মহকুমা হাসপাতালের দায়িত্ব চিকিৎসক জ্যোতিময় দাস পুলিশের আধিকারিকদের সাথে এ বিষয়ে কথা বলেছেন।
চড়িলাম আড়ালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ভ্যাকসিনেশনে আসা আশা কর্মীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উশৃংখল পরস্থিতিতে নিরাপত্তা নিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন স্বাস্থ্যকর্মীরা।