আত্মপ্রকাশ ঘটবে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এর, জল্পনা কল্পনা

অনলাইন ডেস্ক, ২৩ জুন।। মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ আসার পর বহুটা সময় পার হয়েছে। তারপর আর অপারেটিং সিস্টেমের নতুন কোন ভার্সন নিয়ে আসেনি মাইক্রোসফট।

এবার নতুন উইন্ডোজের জল্পনাটা ডালা মেলেছে আসছে ২৪ জুন মাইক্রোসফটের লঞ্চ ইভেন্টের অনুষ্ঠান ঘোষণার পর থেকেই। অনেকেই মনে করছেন সেদিনই হয়ত আত্মপ্রকাশ ঘটবে মাইক্রোসফট অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এর।

তবে সত্যিই সেদিন উইন্ডোজ ১১ এর আত্মপ্রকাশ ঘটবে কিনা সেটা কিন্তু শতভাগ নিশ্চিত হওয়া যায়নি। কারণ মাইক্রোসফট এ বিষয়ে মুখ বন্ধ করে বসে আছে।

তাই নানা আঙ্গিক বিচার করে নেটিজেনদের ধারণা করতে হচ্ছে। এমনও হতে পারে সেদিন হয়ত আগের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০ এর নতুন ভার্সন অবমুক্ত করা হতে পারে। তবে মাইক্রোসফট সিইও সত্য নাদেলা এবং ডিভাইস চিফ প্যানোস পনয় দুজনের বক্তব্যেই অন্য ইঙ্গিত মিলেছে।

কারণ তারা দুজনেই এটিকে ‘উইন্ডোজের নেক্সট জেনারেশান’ বলেছেন। যেহেতু তারা বলেননি এটি উইন্ডোজ ১০ এর নেক্সট জেনারেশান তাই ধারণা ঘনীভূত হচ্ছে, উইন্ডোজ ১১ ই আসতে চলছে। এখন বাকিটা খোলাসা হবে ২৪ জুন।

 

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?