অনলাইন ডেস্ক, ২৩ জুন।। ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের ফাইনাল ও সেমিফাইনালে ৬০ হাজার দর্শক থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকার। অর্থাৎ এই তিন ম্যাচে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭৫ শতাংশ দর্শক গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবে।
৬ ও ৭ জুলাই ইউরো কাপের দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ১১ জুলাই। গ্যালারিতে বসে খেলা দেখতে হলে সকল টিকেটধারীর করোনা পরীক্ষায় নেগেটিভ সনদ অথবা টিকা নেওয়ার প্রমাণ থাকতে হবে। তবে টিকার দ্বিতীয় ডোজ নিতে হবে ম্যাচের ১৪ দিন আগে।
ওয়েম্বলিতে গ্রুপ পর্বের তিনটি ম্যাচ ও ২৬ জুন ইতালি ও অস্ট্রিয়ার শেষ ষোলোর ম্যাচের জন্য সাড়ে ২২ হাজার দর্শক প্রবেশের অনুমতি আছে। তবে ২৯ জুন শেষ ষোলোর আরেক ম্যাচের জন্য সংখ্যাটা হবে ৪০ হাজার। ওই ম্যাচে খেলতে পারে ইংল্যান্ড।
ম্যাচগুলো দেখতে বিদেশি দর্শকদের লন্ডনে ভ্রমণের ক্ষেত্রে কোয়ারেন্টাইন বিধিনিষেধ শিথিল করার জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করছে উয়েফা। বর্তমানে বেশিরভাগ ইউরোপীয় দেশ থেকে যুক্তরাজ্য সফরকারীদের সেখানে পৌঁছার পর ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়।