এলপিজি বুলেট গাড়ি চালকদের অনির্দিষ্টকালের চাক্কা জ্যাম কর্মসূচির দুই দিন অতিক্রান্ত

স্টাফ রিপোর্টার, চুরাইবাড়ি, ২২ জুন।। এলপিজি বুলেট গাড়ি চালকদের চরম হয়রানির অভিযোগ এনে অনির্দিষ্টকালের চাক্কা জ্যাম কর্মসূচির আজ দুই দিন অতিক্রান্ত। চালকদের অভিযোগ রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি পরিবহন দপ্তরে বিরুদ্ধে।অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় এই কর্মসূচি।নর্দান‌ ডিআইজি ও উত্তর জেলার পুলিশ সুপারের নির্দেশে প্রতিবাদ স্হলে চুরাইবাড়ি থানার ইনচার্জ।চালকদের সাথে দফায় দফায় বৈঠক।আজ রাতেই চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহারের সম্ভাবনা।
ঘটনার বিবরণে প্রকাশ,গত ৯ জুন রাজ্যের প্রবেশদ্বার চুরাইবাড়ি চেকপোস্ট পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

চুরাইবাড়িতে এসে রাজস্ব মার খাওয়া সহ সিন্ডিকেট রাজ দমনে কঠোর হয়েছিলেন মুখ্যমন্ত্রী।তিনি নির্দেশ দিয়েছিলেন বহিঃ রাজ্য থেকে আসা সকল ধরনের গাড়িগুলি একত্রিত ভাবে পরিমাপ করে রাজ্যে প্রবেশ করবে।আর তাতে এলপিজি বুলেট গাড়িও পণ্যবাহী গাড়ির সাথে পরিমাপ করে রাজ্যে প্রবেশ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। যদিও পূর্বে এলপিজি বুলেট গাড়ি আলাদাভাবে রাজ্যে প্রবেশ করত,পরিমাপ না করেই রাজ্যে প্রবেশ করতো। কিন্তু বর্তমানে বুলেট গাড়ি গুলি প্রবেশের ক্ষেত্রে এলপিজি বুলেট গাড়ির চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে তাদের অভিযোগ।

অবশেষে গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য চাক্কা জ্যাম করে বসলো এলপিজি বুলেট গাড়ির চালকরা। অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় প্রায় একশতো এলপিজি বুলেট গাড়ি দাঁড় করিয়ে প্রতিবাদে সামিল হয় চালকরা। চালকদে অভিযোগ, মুখ্যমন্ত্রী বিল্পব কুমার দেবের চুরাইবাড়ি চেকপোস্ট সফরের পর সকল গাড়িগুলি একত্রিতভাবে প্রবেশের ক্ষেত্রে এলপিজির বুলেট গাড়ি চালকরা চরম হয়রানির শিকার হচ্ছেন।

কেননা উনারা বুলেট গাড়ি নিয়ে প্রবেশ করার ক্ষেত্রে কমপক্ষেও ২/৩ দিন সময় লাগছে।আর তাতে খাদ্য সামগ্রী, পানীয় জল ও লেট্রিন বাথরুমের কারনে চালকদের অবস্থা একপ্রকার নাজেহাল।পাশাপাশি বুলেট গাড়ির চালকরা বলেন,চুরাইবাড়ি চেকপোষ্ট হলো অত্যন্ত ব্যস্ততম একটি জায়গা। সেইক্ষেত্রে চুরাইবাড়িতে প্রবেশ না করে অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকার নির্জন স্থানে তাদের চাক্কা জ্যাম কর্মসূচি পালন করছেন।চালকরা আরো বলেন, পূর্বের মতো এলপিজির বুলেট গাড়ি গুলি আলাদাভাবে রাজ্যে প্রবেশের বন্দোবস্ত করুক সংশ্লিষ্ট দপ্তর ও রাজ্য সরকার।অন্যতায় চাক্কা জ্যাম অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।

এদিকে ঘটনার খবর পেয়ে আজ চুরাইবাড়ি চেকপোস্টে ছুটে আছেন নর্দান ডিআইজি এল এম ডার্লং, উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী।উনারা চুরাইবাড়ি চেকপোস্টে পরিদর্শন করে ছুটে যান চুরাইবাড়ি থানায়। সেখানে দীর্ঘক্ষণ আলোচনার পর চুরাইবাড়ি থানার ওসি জয়ন্ত দাসকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য,এমনটা সূত্রের খবর। পরবর্তীতে সন্ধ্যার পর ওসি জয়ন্ত দাস অসম ত্রিপুরা সীমান্তের বিশ নম্বর এলাকায় প্রতিবাদকারী চালকদের কাছে ছুটে যান।অকুসূ গিয়ে চালকদের সাথে দফায় দফায় বৈঠক করেন।তবে বিশ্বস্ত সূত্রে খবর, সর্বশক্তি লাগিয়ে ও চালকদের দাবি দাওয়াকে প্রাধান্য দিয়ে বুলেট গাড়ির চালকদের অনির্দিষ্টকালের চাক্কা জ্যাম কর্মসূচি প্রত্যাহার করাবে পুলিশ প্রশাসন।অন্যথায় গোটা রাজ্যে তীব্র জ্বালানি গ্যাসের সংকট দেখা দেবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?