অনলাইন ডেস্ক, ২৩ জুন।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেই দগদগে ক্ষত শুকানোর আগেই আরও দুটি বড় শাস্তি জুটল ক্যারিবীয়দের কপালে। সেন্ট লুসিয়ায় প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে স্লো ওভার-রেটের জন্য ম্যাচ ফি’র ৬০ শতাংশ কাটা গেছে উইন্ডিজের।
সেই সঙ্গে শাস্তি হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬ পয়েন্টও বিসর্জন দিতে হয়েছে তাদের। ক্রেইগ ব্রাথওয়েটের দল তিন ওভার শেষ করতে লক্ষ্যের চেয়ে বেশি সময় নিয়েছিল। আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেন। আইসিসি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী, বরাদ্দ সময়ের চেয়ে বেশি সময় বল করলে,সর্বনিম্ন ওভার-রেট অপরাধে, প্রতি ওভারে ২০ শতাংশ ম্যাচ ফি কাটা যায়।
আর টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আর্টিকেল ১৬.১১.২ অনুযায়ী, প্রতি ওভার স্লো বোলিংয়ের জন্য দুই পয়েন্ট করে কাটা যায়। যার কারণে তিন ওভার স্লো বোলিংয়ের জন্য ৬ পয়েন্ট খোয়াতে হলো ক্যারিবীয়দের। দ.আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে ১৫৮ রানে হেরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় উইন্ডিজ।