স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ২৩ জুন।। এবছর অনাবৃষ্টিতে জলস্তর অনেক নিচে নেমে গেছে। পাহাড়ি এলাকায় জলের উৎস গুলি বিকল হয়ে পড়তে শুরু করেছে। ফলে তীব্র সংকট দেখা দিয়েছে বিভিন্ন এলাকায়। তালায় চেনার গন্ডা ছড়ায় পানীয় জলের দাবিতে উপজাতীয় অংশের মানুষজন বুধবার গন্ডাছড়া অমরপুর সড়ক অবরোধ করেন।
পানীয় জলের ডিপটিউবয়েল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে বুধবার রাস্তা অবরোধে বসে গন্ডাছড়া কালাঝাড়ি উরিয়াম পাড়ার জনজাতিরা। এদিন সকাল আটটা থেকে উরিয়াম পাড়া এবং থানারাই পাড়ার জনজাতিরা গন্ডাছড়া-অমরপুর রাস্তা অবরোধ করে।
অবরোধকারীদের বক্তব্য বর্তমান সরকার উক্ত দুই পাড়ার জনজাতিদের দীর্ঘদিনের দাবি মেনে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সম্প্রতি উরিয়াম পাড়াতে একটি ডিপটিউবয়েল বসানোর কাজ শুরু করে। কিন্তু হঠাৎ ডিপটিউবয়েলটি সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয় । এরই প্রতিবাদে দুই পাড়ার জনজাতিরা রাস্তা অবরোধে বসে। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গন্ডাছড়া মহকুমা শাসক অফিসের ডিসিএম সহ গন্ডাছড়া থানার বিশাল পুলিশ বাহিনী।
রাস্তা অবরোধের ফলে অবরোধ স্থলের দুদিকে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং যাত্রী দুর্ভোগ চরম আকার ধারন করে। পরবর্তী সময়ে প্রশাসনের কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট আশ্বাস পাওয়ার পর অবরোধ প্রত্যাহার করে নেন উপজাতি অংশের মানুষ।