হেলসের জন্য দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি, জানালেন মরগান

অনলাইন ডেস্ক, ২৩ জুন।। ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, অ্যালেক্স হেলসের জন্য দলে ফেরার দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে এই ইংলিশ ওপেনার। ২০১৯ বিশ্বকাপে টপ-অর্ডারে দলের অন্যতম সদস্য হিসেবে ইংল্যান্ড স্কোয়াডে ডাক পেয়েছিলেন হেলস।

তবে ড্রাগ টেস্টে ‘রিক্রিয়েশনাল ড্রাগ’ নেওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় ২১ দিন নিষিদ্ধ হন তিনি। দলের মধ্যে ‘বিশ্বাসভঙ্গের’ কারণে বিশ্বকাপ শুরুর আগে আগে ছিটকে পড়েন হেলস। তবে এই ঘটনার পরও প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড। সঙ্গে দূরত্ব বাড়তে থাকে হেলসের সঙ্গেও। জাতীয় দলে ফিরতে না পারলেও বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন এই ব্যাটসম্যান।

তবে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড দলে ভিন্ন ভিন্ন ক্রিকেটার সুযোগ পেলেও এখনো ফিরতে পারেননি তিনি। নির্বাচকরা ৩২ বছর বয়সী তারকাকে বাইরেই রেখেছেন। অবশ্য অধিনায়ক মরগান যেন আশার বাণীই শোনালেন হেলসকে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচকে সামনে রেখে এই ব্যাটসম্যানের ফেরার সম্ভাবনা নিয়ে জিজ্ঞেস করায় ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, সে পারবে।

আপনি যখন ওই খেলোয়াড়ের দিকে তাকান, যে বিশ্বের বিভিন্ন প্রান্তে পারফরম্যান্স করে যাচ্ছে, সে খুব ভালো খেলোয়াড়।’ মরগান আরও বলেন, ‘আমি মনে করি, এই মুহূর্তে টপ-অর্ডার বিশেষ অবস্থায় আছে। এমনকি ৩ বা ৪ স্থানেও খুব ভালো উন্নতি করেছে খেলোয়াড়রা।’ হেলসের ফেরার বিষয়ে তিনি আরও বলেন, ‘হেলস, আমার ও কোচের এক আলোচনা হওয়া দরকার।’

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?