স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২২ জুন।। ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্ৰাম থেকে আনুমানিক সকাল ১১টা নাগাদ ২০ নং ব্যাটেলিয়ান বিএসএফ বিড়ি এবং মাছের জাল উদ্ধার করেছে। বাংলাদেশে পাচারের উদ্যেশ্য সীমান্তের সাথেই রাখা ছিল এই সামগ্ৰী গুলো।প্রায় ৫২ হাজার নাসিরউদ্দিন বিড়ি সহ ১৩৫টি মাছের জাল ও আটক করা হয়েছে ।
বিড়ির বাজার মূল্য প্রায় ২৬ হাজার টাকা এবং জালের বাজার মূল্য প্রায় ৩৩ হাজার ৭৫০ টাকা।ভারতীয় টাকায় মোট ৫৯৭৫০ টাকার জিনিস আটক করা হলেও বাংলাদেশে সেগুলোর বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা হবে।ইরানী থানার পুলিশ অফিসার পঙ্কজ দাসের নেতৃত্বে বিশাল টিএস আর সহ বিএসএফ বাহিনী সেগুলো আটক করেছে।
এ নিয়ে দিনভর লাটিয়াপুড়া এলাকায় উত্তেজনা বিরাজ করেছে।এই লকডাউনের সময়ে ও একাংশ ব্যবসায়ীরা এধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছে।যে কোন সময় কোভিড সংক্রমণ আরোও মারাত্মকভাবে বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।তবে আজকের এই অভিযানে খুশী সাধারণ মানুষ।