অনলাইন ডেস্ক, ২৩ জুন।। ক্রিকেটারদের পুরস্কার থেকে পাওয়া অর্থের কর মওকুফের চেষ্টা করছে বিসিসিআই। পুরুষ এবং নারী উভয় দলের ক্ষেত্রে এটি করা হতে পারে। বিশ্বকাপের পুরস্কার মূল্য পেতে বেশ কিছুটা দেরি হয় দেশটির নারী ক্রিকেটারদের।
কর নিয়ে এই কথাবার্তা হওয়ার কারণেই দেরি হয়েছে বলে জানিয়েছে বিসিসিআই। সংস্থাটির এক মুখপাত্র বুধবার বলেন, ‘ধরুন শেফালি বর্মাকে ২০ শতাংশ কর দিতে হয়েছে। পরের আয়করের ওপর এই ২০ শতাংশ ছাড় পাবে ও।
’বোর্ডের বর্তমান কর প্রস্তাবের সঙ্গে সরকারের সঙ্গে চলতে থাকা কর সমস্যার কোনো যোগ নেই। বোর্ড সদস্যদের দেওয়া আর্থিক নোট অনুযায়ী ২০১৯ সাল পর্যন্ত পাঁচ হাজার কোটি টাকারও বেশি কর সরকারকে দিয়েছে বিসিসিআই।
২০০৯ সালে সরকার বোর্ডকে দেওয়া কর ছাড় তুলে নেয়। আইসিসি-র সঙ্গে কর নিয়ে ঝামেলা চলছে ভারতীয় বোর্ডের। কিছুদিনের মধ্যেই ২০২৪ থেকে ২০৩১ সালের মধ্যে হওয়া আইসিসির প্রতিযোগিতাগুলো নিয়ে সূচি প্রকাশ করবে আইসিসি। তার আগে সব বিবাদ মিটিয়ে নিতে পারে বোর্ড।