অনলাইন ডেস্ক, ২৩ জুন।। কি আছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভাগ্যে? এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় এখন সমগ্র ক্রিকেট দুনিয়া। সাউদাম্পটনে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটির পঞ্চম দিনে দুই দলই দারুণ খেলল। তাতে ষষ্ঠ দিনে যে কোনো ফলই যে হতে পারে, এমন বার্তাই থাকল। মঙ্গলবার পঞ্চম দিন শেষে ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান তুলেছে।
এখন পর্যন্ত বিরাট কোহলিরা লিড পেয়েছে ৩২ রানের। বৃষ্টির কারণে পুরো দুটি দিন ভেসে গেলেও এখনো ম্যাচে ফলের আশায় দুই দল। আবহাওয়ার কথা ভেবেই ষষ্ঠ দিনের যে নিয়ম রাখা হয়েছিল, সেই দিনটিতেই এখন তাকিয়ে সবাই। আগের দিনের ২ উইকেটে ১০১ রান নিয়ে নতুন দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত তাদের প্রথম ইনিংস থামে ২৪৯ রানে।
ভারত নিজেদের প্রথম ইনিংসে করেছিল ২১৭ রান। অর্থাৎ ৩২ রানের লিড পায় তারা। ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ শামি সর্বাধিক ৪টি, ইশান্ত শর্মা ৩টি ও রবিচন্দ্রন অশ্বিন নেন ২ উইকেট। অন্য উইকেটটি পেয়েছেন রবীন্দ্র জাদেজা।ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের লড়াই ছিল দেখার মতো।
অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১৭৭ বল খেলে ৪৯ রান করেন তিনি। এ ছাড়া কাইল জেমিসনের ২১ ও টিম সাউদির ৩০ রান দলকে লিড নিতে বড় ভূমিকা রাখে। সাউদি পরে বল হাতে ভারতের দ্বিতীয় ইনিংসে ওপেনার শুভমান গিলকে (৮) ফিরিয়ে দেন দ্রুত। দিনের খেলা শেষ হওয়ার মাত্র কয়েক ওভার আগে তুলে নেন ৩০ রান করা রোহিত শর্মাকেও।
চেতেশ্বর পূজারা ১২ ও বিরাট কোহলি ৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। এখন বুধবার রিজার্ভ ডে-তে যদি দ্রুতই ভারতকে অলআউট করতে পারে কিউইরা, তবে লক্ষ্য তাড়া করার জন্য পর্যাপ্ত সময় পাবে তারা। ভারতও ম্যাচের ফল তাদের পক্ষে আনতে পারে। তবে এ জন্য তাদের রান তোলার গতি বাড়াতে হবে এবং ইনিংস ঘোষণা করার মতো সাহসী পদক্ষেপ নিতে হবে। আবহাওয়া ভালো থাকলে সর্বোচ্চ ৯৮ ওভার খেলা হবে শেষ দিনে। এরমধ্যে ভারত ও নিউজিল্যান্ডের কেউ ম্যাচের ফল নিজেদের পক্ষে নিতে না পারলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে দুই দলই।