অনলাইন ডেস্ক, ২৩ জুন।। ইতিহাস গড়া হলো না স্কটল্যান্ডের। বাঁচা মরার ম্যাচে দুর্দান্ত খেলে জয় তুলে নিল ক্রোয়েশিয়াই। সুবাদে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হয়ে ইউরো কাপের শেষ ষোলোয় উঠে গেল ক্রোয়াটরা। অন্যদিকে আরো একবার মেজর টুর্নামেন্টের গ্রুপ পর্বেই থামল স্কটল্যান্ডের স্বপ্ন যাত্রা। মঙ্গলবার গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে অনুষ্ঠিত ম্যাচে ৩-১ গোলের দাপুটে জয় তুলে নেয় ক্রোয়েশিয়া।
রাউন্ড অব সিক্সটিনে যেতে বড় ব্যবধানে জিততেই হতো ক্রোয়েশিয়াকে। শুরুতেই কাঙ্ক্ষিত গোল আদায় করে নিয়েছিল দলটি। তবে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে সমতা ফেরানো গোল করে স্কটল্যান্ড। ১৯৯৬ সালের পর ইউরোর মঞ্চে যেটি তাদের প্রথম গোল। তাই দলটির উদযাপনটাও হলো বাধ ভাঙা। কিন্তু ক্রোয়েশিয়া পরে আরো দুই গোল আদায় করে জয় তুলে নেয়।
একই সময়ে গ্রুপের অন্য ম্যাচের ফলও তাদের পক্ষে আসে। যেখানে চেক রিপাবলিককে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। আর ক্রোয়েশিয়া ও চেকদের পয়েন্ট সমান হলেও বেশি গোলের হিসেবে ক্রোয়েশিয়া গ্রুপ রানার্সআপ হয়। তিন ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়েছে ইংল্যান্ড। সমান ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ ক্রোয়েশিয়া।
সমান পয়েন্ট পাওয়া চেকরা চারটি সেরা তৃতীয় দলের একটি হয়ে খেলবে পরের রাউন্ডে। বিদায় নেওয়া স্কটল্যান্ডের অর্জন মাত্র ১ পয়েন্ট। এদিন ১৭ মিনিটে নিকোলা ভ্লাসিচের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে যায়। ৪২ মিনিটে স্কটল্যান্ডকে ম্যাচে ফেরান কাল্লুম মেকগ্রেগর। ৬২ মিনিটে গোল করে ক্রোয়েশিয়াকে ফের এগিয়ে দেন অভিজ্ঞ লুকা মড্রিচ। ৭৭ মিনিটে ইভান পেরিসিচ স্কোরলাইন ৩-১ করেন।