এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বৈঠক করেছে ‘রাষ্ট্রমঞ্চ’

অনলাইন ডেস্ক, ২২ জুন।। এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাসভবনে বিরোধী ৮ দলের বৈঠক রাজনৈতিক ছিল না ৷ বৈঠক শেষে মঙ্গলবার সন্ধ্যায় এমনটাই জানান সমাজবাদী পার্টির ঘনশ্যাম তিওয়ারি৷ তিনি বলেন জানান, এই বৈঠক একেবারেই রাজনৈতিক নয়৷ দেশজুড়ে যে অবস্থা চলছে তা নিয়ে আলোচনায় বসেছিল তাঁদের ‘রাষ্ট্রমঞ্চ’৷ সকাল থেকেই শরদ পাওয়ারের বাড়ির এই বৈঠকে নজর ছিল দেশের৷ ২০২৪-এ দিল্লি দখলের লক্ষ্যে জোটবদ্ধ ভাবে বিজেপি বিরোধীরা এককাট্টা হতেই এই বৈঠক বলেই মনে করা হয়েছিল৷

এদিনের বৈঠক থেকে জাতীয় রাজনীতির নতুন কোনও মোড়ের হদিশও মিলতে পারে বলে মনে করছিল রাজনৈতিক মহল৷ তবে এদিন বৈঠক শেষে শরদ পাওয়ারের এনসিপির এক গুরুত্বপূর্ণ নেতা মাজিদ মেনন বৈঠকের পরে সাংবাদিকদের জানিয়ে দেন, এই বৈঠক শরদ পওয়ার ডাকেননি৷ ডেকেছিলেন যশবন্ত সিনহা ৷ এটি কোনও রাজনৈতিক বৈঠক ছিল না৷ সেই সঙ্গে এই বৈঠকের সঙ্গে যে তৃতীয় ফ্রন্ট গড়ার কোনও সম্পর্ক নেই, তাও জানিয়ে দেন তিনি৷ তিনি বলেন বৈঠকে, দেশের উন্নতিতে কী কী করণীয় তা নিয়ে আলোচনা হয়েছে৷ এই বৈঠক শরদ পাওয়ার ডাকেননি, ডেকেছিলেন যশবন্ত সিনহা৷

জাভেদ আখতার সাহেব এবং প্রাক্তন বিচারপতি এপি শাহ তাঁদের পরামর্শ দিয়েছেন৷ তিনি আরও বলেন, এমনও কথা শোনা যাচ্ছে, কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গড়তেই নাকি এই বৈঠক৷ কিন্তু একথা একেবারেই সত্যি নয়৷ এমন কোনও বৈষম্য নেই৷ আমরা সমমনস্কদের এই বৈঠকে ডেকেছি৷ আমরা কংগ্রেস নেতাদেরও ডেকেছিলান৷ বিবেক তানহা, মণীশ তিওয়ারি, অভিষেক মনু সিংভি, শত্রুঘ্ন সিনহাকেও ডাকা হয়েছিল৷ কিন্তু তাঁরা আসতে পারেননি৷ অর্থাৎ কংগ্রেসকে ডাকা হয়নি একথা একেবারেই সত্যি নয়৷ মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়। জলে নেমে যাওয়ার পরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?