অনলাইন ডেস্ক, ২২ জুন।। কোভিড-১৯ নিয়ে শ্বেতপত্র প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷ একইসঙ্গে সম্ভাব্য তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকেও সতর্ক করলেন৷ রাহুল জানালেন, এই ভাইরাস যেহেতু পরিবর্তনশীল, তাই আমি বলতেই পারি তৃতীয় ঢেউয়ের পরও ফের ঢেউ আসতে পারে৷ সোমবারের রেকর্ড পরিমাণে টিকাকরণ নিয়েও খুশি প্রকাশ করেছেন রাহুল গান্ধী৷
রাহুল গান্ধী এদিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বলেছেন, এটা পরিষ্কার যে, কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউ নিয়ে ব্যাবস্থাপনা ভীষণ খারাপ ছিল, নেপথ্যে কারণগুলি তুলে ধরার চেষ্টা করেছি আমরা৷ এই ভাইরাস যেহেতু পরিবর্তনশীল, তাই আমি বলতেই পারি তৃতীয় ঢেউয়ের পরও ফের ঢেউ আসতে পারে৷ কোভিডে মৃতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে রাহুল বলেছেন, প্রাণ হারানো ৯০ শতাংশ মানুষকে বাঁচানো যেত৷
সেই সময় অক্সিজেনের অভাবই সবথেকে বড় কারণ ছিল৷ যদিও দেশে অক্সিজেনের কোনও অভাব নেই৷ প্রধানমন্ত্রীর চোখের জল কারও প্রাণ বাঁচাতে পারেনি, কিন্তু অক্সিজেন প্রাণ বাঁচাতে পারত৷ রাহুল আরও বলেছেন, কোভিড-১৯ নিয়ে এই শ্বেতপত্রর উদ্দেশ্য সরকারের দিকে আঙুল তোলা মোটেও নয়, বরং কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে দেশবাসীকে সতর্ক করা৷ গোটা দেশই জানে, তৃতীয় ঢেউ আঘাত হানবেই৷ সোমবার রেকর্ড পরিমানে টিকাকরণ হয়েছে দেশে, ২১ জুন সারাদিনে ৮৬,১৬,৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে৷ এ প্রসঙ্গে রাহুল বলেছেন, হ্যাঁ, সোমবার খুবই ভালো কাজ হয়েছে ৷ কিন্তু, শুধুমাত্র একদিনের জন্য নয়, যতদিন না পর্যন্ত দেশের সমস্ত নাগরিককে আমরা টিকা দিতে পারছি, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে৷