স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ২৩ জুন।। কুমারঘাট হাসপাতালের একাংশ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে খামখেয়ালীপনা ও গাফিলতির গুরুতর অভিযোগ উঠেছে। কোভিড টেষ্ট করাতে গিয়ে রোগীদের হয়রানীর শিকার হতে হচ্ছে। ঘটনা কুমারঘাট হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, কুমারঘাট হাসপাতালে করোনা পরীক্ষা করাতে গিয়ে দুর্ভোগের সামিল হচ্ছেন মানুষজন।
বুধবার সকালে হাসপাতালের সামনে দাঁড়িয়েই এই অভিযোগ করলেন সঞ্জয় দাস নামে এক ব্যাক্তি।তার অভিযোগ শারিরিক অসুস্থতা নিয়ে তিনি মঙ্গলবার রাত আটটা নাগাদ চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছিলেন হাসপাতালে কোভিডের অ্যান্টিজেন টেষ্ট করাতে ।কিন্তু তৎক্ষনাৎ টেষ্টের কাজে নিযুক্ত কর্মীরা টেষ্টে অনিহা প্রকাশ করে বলে অভিযোগ। রাতে টেষ্ট না করাতে পেরে বুধবার সকাল দশটা নাগাদ পুনরায় হাসপতালে টেষ্ট করাতে গেলে টেষ্টে নিযুক্ত স্বাস্থ্যকর্মীরা গড়িমসি করে বলে অভিযোগ।
অভিযোগ রোগীদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রেখে পরিক্ষা কেন্দ্রের অভ্যন্তরে আমোদ প্রমোদে ব্যস্ত থাকেএকাংশ স্বাস্থ্যকর্মী।হামেশাই কুমারঘাট হাসপাতালে এ ধরনের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ।বর্তমান কোভিড পরিস্থিতিতে রোগীদের পরিষেবা দিতে গিয়ে অক্লান্ত খেটে চলেছেন স্বাস্থ্যকর্মীরা। এরই মধ্যে কুমারঘাট হাসপাতাল এর একাংশ স্বাস্থ্য কর্মীর এ ধরনের কাজকর্মের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসা করাতে আসা লোকজন।