স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ২৩ জুন।। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেে ঊনকোটি জেলা কংগ্রেস। সম্প্রতি কল্যাণ পুর থানা এলাকায় তিন যুবককে পিটিয়ে হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ঊনকোটি জেলা কংগ্রেস। বুধবার দুপুরে ঊনকোটি জেলা কংগ্রেসের পক্ষ থেকে পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথের মাধ্যমে রাজ্যের আইন শৃংখলা পরিস্থিতির অবনতি সংক্রান্ত বিষয়টি রাজ্য পুলিশের মহানির্দেশকের নজরে আনা হয়।
কৈলাসহর জেলা কংগ্রেস রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে একটি স্মারকলিপি ঊনকোটি জেলার জেলা পুলিশ সুপারের হাতে তুলে দেয়। ডেপুটেশন প্রদানের আগে কর্মীসমর্থকরা গৌরনগর বাজারে অবস্থিত কংগ্রেস অফিস থেকে কংগ্রেস মিছিল করে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে গিয়ে বিক্ষোভ দেখায়।মিছিল এবং বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, আশীষ সেনগুপ্ত, রুনু মিঞা সহ অন্যান্যরা।
বিক্ষোভ শেষে তিনজনের এক প্রতিনিধি দল পুলিশ সুপারের নিকট ডেপুটেশনে মিলিত হয়। মূলত গত কুড়ি জুন কল্যানপুর থানাধীন আশারাম কুবরাপাড়া এলাকায় নিরপরাধ তিন যুবককে গনপ্রহারে মেরে ফেলার প্রতিবাদে এবং গনপ্রহারে যুক্ত ব্যাক্তিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোরতম শাস্তি প্রদান সহ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতেই ডেপুটেশন প্রদান করে কৈলাসহর জেলা কংগ্রেস। ডেপুটেশন শেষে জেলা কংগ্রেস সভাপতি মোঃ বদরুজ্জামান রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ত্রিপুরা রাজ্যে আইনের কোনো শাসন নেই।
এভাবে প্রকাশ্যে নিরপরাধ তিন যুবককে গনপ্রহারে মেরে ফেলার পরও রাজ্যের পুলিশের কোনো ভূমিকা নেই কিংবা রাজ্য সরকারের তরফে আজ অব্দি কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছে কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি আরও বলেন যে, দেশের সুপ্রিম কোর্ট ২০১৮ সালের জুলাই মাসে সারা দেশে গণপিটুনি প্রতিরোধে দেশের প্রত্যেকটি রাজ্য সরকারগুলোকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেছিল।
কিন্তু ত্রিপুরা সরকার আজ অব্দি কোনো ধরনের পদক্ষেপ গ্রহন করেনি। যার ফলে ত্রিপুরায় প্রতিনিয়ত বিচার বহির্ভুত অপরাধ বেড়েই চলছে। বদরুজ্জামান হুশিয়ারি দিয়ে জানান, সরকার যদি খুব শীঘ্রই প্রকৃত দুস্কৃতিকারীদের গ্রেফতার না করে তাহলে ঊনকোটি জেলায় কংগ্রেস বৃহওর আন্দোলন গড়ে তুলবে।