স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২২ জুন।। গোমতী জেলার কিল্লার কুপিলং রামকৃষ্ণ আশ্রমে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় এক যুবকের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। রাতের আধারে ঘরের দরজা ভেঙে দুঃসাহসিক চুরি।ঘটনা সোমবার রাতে উদয়পুর মহকুমার কিল্লা থানার অন্তর্গত খুপিলং রামকৃষ্ণ আশ্রমে।৩০ থেকে ৩৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।
ঘটনার বিবরণে জানা যায়, সোমবার আশ্রমে সম্পাদকের দায়িত্বে থাকা ব্রহ্মচারী ব্রহ্মানন্দ চৈতন্য মহারাজ উনার ঘরের দরজা বন্ধ করে রাতের খাবার খেতে যান।আর এই সুযোগে জসিম মিঞা নামে এক স্থানীয় যুবক ঘরের দরজা ভেঙে ঘরে থাকা গদরেজ খুলে সেখানে রাখা আনুমানিক ৩০ থেকে ৩৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ।খাবার শেষে ব্রহ্মচারী চৈতন্য মহারাজ ঘরে ঢুকতেই আচ করতে পারেন চুরির ঘটনাটি।
তিনি ঘরে ঢুকে দেখেন গদরেজ এর দরজা খোলা এবং সেখানে রাখা জিনিস গুলো সব এলোমেলো হয়ে আছে। তখন বাইরের দিকে তাকাতেই তার নজরে আসে জসিম মিঞা নামে ওই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে।এমনটাই সংবাদমাধ্যমকে জানান, আশ্রমের ব্রহ্মচারী ব্রহ্মানন্দ চৈতন্য মহারাজ।পরবর্তী সময় আশ্রমে থাকা অন্যান্যরা এসে খবর দেয় থানায়।ছুটে আসে কিল্লা এবং রাধা কিশোর পুর উভয় থানার পুলিশ।সমস্ত বিষয় জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয় জসিম মিঞা নামে ওই যুবকের বিরুদ্ধে।
উল্লেখ্য এর আগেও দুইবার ঠিক একই কায়দায় আশ্রমের টাকা চুরি করে নিয়ে যায় ওই যুবক। তখন কিল্লা থানায় লিখিত অভিযোগ জানানো হয় আশ্রম কর্তৃপক্ষের তরফে।পরবর্তী সময় পুলিশের চাপে কিছু অর্থ আবার ফিরিয়েও দিয়ে যায় ওই যুবকের বাবা ,এমনটাই জানান ব্রহ্মচারী ব্রহ্মানন্দ চৈতন্য মহারাজ। আশ্রম থেকে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ মানুষ।