নয়া মালিকের অধীনে দ্রুত ফের বিমান পরিষেবা চালু করতে পারবে জেট এয়ারওয়েজ

অনলাইন ডেস্ক, ২২ জুন।। ফের আকাশে উড়বে জেট এয়ারওয়েজ! এমনই সম্ভাবনা তৈরি হয়েছে ন্যাশনাল কোম্পানিজ ল ট্রাইবুন্যাল (এনসিএলটি)-এর সিদ্ধান্তে৷ এয়ারওয়েজের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা জমা দিয়েছে জালান-কালরক গোষ্ঠী৷ এই নয়া মালিকের অধীনে দ্রুত ফের বিমান পরিষেবা চালু করতে পারবে জেট এয়ারওয়েজ৷ মঙ্গলবার এই বিষয়ে অনুমোদন দিয়েছে ট্র্যাইবুন্যাল৷ জেট এয়ারওয়েজের প্রত্যাবর্তনের পরিকল্পনা জমা দিয়েছে লন্ডনের কালরক ক্যাপিটাল ও আরব আমিরশাহীঋ ব্যবসায়ী মুরারী লাল জালান৷

দেনার দায়ে ডুবে বন্ধ হয়ে যাওয়া এই এয়ারাইনসকে ফের ওড়ার সুযোগ দিতে স্লট চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে৷ মঙ্গলবার এই বিষয়ে অনুমোদন দিয়েছে ট্র্যাইবুন্যাল৷ অসমারিক বিমান পরিবহণ মন্ত্রককে আগামী ৯০ দিনের মধ্যে স্লট দেওয়ার কথা বলা হয়েছে৷ তবে কোন রুটে এই সংস্থার বিমান চালানো হবে, তা এখনও ঠিক হয়নি৷ একসময় জেট এয়ারওয়েজের ৭০০ টি টাইম স্লট ছিল৷ ২০১৯ সালের এপ্রিল মাসে জেটের পরিষেবা বন্ধ হয়৷ তারপর থেকে এই নির্দিষ্ট স্লটগুলি দিয়ে দেওয়া হয় অন্য বিমান সংস্থাগুলিকে৷ গত বছর, ডিসেম্বর মাসে একবার বিমান পরিষেবা চালু করার বিষয়ে ইচ্ছা প্রকাশ করে বর্তমান দুই সংস্থাই৷

তারা বলে, গ্রীষ্মের সময় ঘরোয়া রুটগুলিতে জেটের বিমান চালাতে তারা আগ্রহী৷ সেই আলোচনা চলতে চলতেই এনসিএলটি-তে একটি আবেদন জমা করা হয়৷তারই অনুমতি দিয়েছে ট্র্যাইবুন্যাল৷ সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঘরোয়া রুটে বিমান পরিষেবা চালু করা হলেও ধীরে ধীরে আন্তর্জাতিক রুটেও বিমান চালানো হবে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?