স্টাফ রিপোর্টার, মেলাঘর, ২৩ জুন।। মেলাঘরের স্বয়ংসিদ্ধা পাগলী মাসীর তিরোধানে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আজ সন্ধ্যায় পাগলী মাসীর আশ্রমে তাঁর প্রতি অন্তিম শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অগণিত মানুষের বিশ্বাস, শ্রদ্ধার ও পূজনীয় পাগলী মাসীর প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে অনুসরণ করতে পারলেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
মুখ্যমন্ত্রী বলেন, পাগলী মাসী শুধুমাত্র রাজ্য নয় দেশের গন্ডি ছাড়িয়ে বহির্দেশের অগণিত ভক্তদের কাছেও পূজনীয় ছিলেন। তাঁর প্রদর্শিত পথের অনুসারি রয়েছেন অনেকেই। ১৯৯৩ সালে মেলাঘরের দক্ষিণ বাজার এলাকায় এক ভয়াবহ বন্যায় সময় থেকে তাঁর এই মহান জীবনকালে অনেক এমন দৃষ্টান্ত রেখে গেছেন যাতে মানুষের মনে তার ঐশ্বরিক শক্তির প্রতি বিশ্বাস জাগ্রত হয়েছে। তাঁর এই তিরোধান এক অপূরণীয় ক্ষতি৷
মুখ্যমন্ত্রী বলেন, পাগলী মাসির তিরোধানে আমি গভীর ভাবে শোকাহত। রাজ্য, দেশ ও দেশের বাইরেও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা তাঁর অগণিত ভক্তদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্যের মানুষের উপর তাঁর আশীর্বাদ চিরকাল বর্ষিত হোক এই প্রার্থনা করি। পাগলী মাসীর আশ্রমে মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষ দাস, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি, সিপাহীজলা জেলার পুলিশ সুপার কৃষেঞ্চন্দু চক্রবর্তী প্রমুখ।