স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুন।। নাইট কারফিউর মধ্যে চুরির ঘটনা অব্যাহত রয়েছে রাজধানীতে৷ রবিবার রাতে চুরি হয় পশ্চিম থানার ঢিল ছোঁড়া দূরত্বে নেতাজি চৌমুহনি পূর্ত দপ্তরের অফিসের বিপরীত দিকে মনসা এন্টার প্রাইজ নামক দোকানে৷ বৈদ্যুতিন সামগ্রী বিক্রির দোকানে চোর টিনের চাল কেটে ভিতরে ঢুকে৷
ভিতরে ঢুকেই চোর দোকানে লাগানো সিসি ক্যামেরা এবং কম্পিউটার ভেঙে দেয়৷ দোকান তছনছ করে ইচ্ছে মতো চুরি করে বৈদ্যুতিন সামগ্রী সহ ক্যাশ বাক্সে রাখা টাকা চুরিই নয়, চুরির পাশাপাশি দোকান থেকে প্রচুর মূল্যবান তার এবং বৈদ্যুতিন সামগ্রী বের করে দোকানের পেছনে ফেলে রেখে পালিয়ে যায় চোর৷
সিসি ক্যামেরার যে ফুটেজ পাওয়া গেছে তাতে ভোর চারটা পর্যন্ত চোর দোকানেই ছিল বলে একটি সূত্রের দাবি৷ দীর্ঘক্ষণ দোকানের ভিতরে থেকে চোর চুরি করলেও টের পায়নি পুলিশ৷ স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে রাতে এই এলাকাতে পুলিশের কোন টহলই ছিল না৷
সকালে দোকানে এসে চুরির ঘটনা টের পেয়ে দোকান মালিক পুলিশকে খবর জানান৷ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে এবং চুরির অভিযোগ নেয়৷ কিন্তু রাতে খবর লেখা পর্যন্ত তদন্তে পুলিশের কোন সাফল্য নেই৷
প্রসঙ্গত এই দোকানে আগেও অনেকবার চুরি হয়েছে বলে অভিযোগ৷ অন্যদিকে কারফিউর মধ্যে রাজধানীতে পর পর চুরির ঘটনায় পুলিশি নিরাপত্তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী মহল৷