স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২২ জুন।। তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে দৈন্যদশায় ভুগছে। মোটর স্ট্যান্ড আধুনিকীকরণের জন্য দীর্ঘদিন ধরেই শ্রমিকরা দাবি জানিয়ে আসছিলেন। তেলিয়ামুড়া এলাকার সাধারণ মানুষ এ বিষয়ে স্থানীয় বিধায়িকার কাছে দাবি জানিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড আধুনিকীকরণের জন্য প্রয়োজনীয় অর্থ মঞ্জুর করেছে রাজ্য সরকার।
তেলিয়ামুড়াতে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণের জন্য রাজ্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছে।। এতে এলাকার যেমন উন্নয়নের সুদূর প্রসার ঘটবে, তেমনি কিছু সংখ্যক বেকার যুবকের কর্মসংস্থানও হবে। কথাবার্তা বলতে গিয়ে এমনটা জানালেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। মূলত তেলিয়ামুড়া নেতাজি নগরস্থিত মোটর স্ট্যান্ডটি দৈন্যদশায় ভুগছিল। তা প্রত্যক্ষ করে এই মোটর স্ট্যান্ডটি আধুনিকীকরনের জন্য বিধায়িকা কল্যাণী রায় রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন।
মুখ্যমন্ত্রী রাজ্যের ডেভেলপমেন্ট ফান্ড বোর্ড থেকে পাঁচ কোটি টাকা মঞ্জুরি দেন এই মোটর স্ট্যান্ডটিকে অত্যাধুনিক করার জন্য। এ ব্যাপারে বিধায়িকা কল্যাণী রায় বলেন, এই মোটর স্ট্যান্ড এর নির্মাণ কাজের জন্য চলতি মাসেই দরপত্র আহ্বান করা হবে। আগামী জুলাই মাস থেকে অত্যাধুনিক মোটর স্ট্যান্ড নির্মাণ কাজ শুরু হবে বলে জানান বিধায়িকা কল্যাণী রায়।
তিনি এও বলেন ,আগামী ২০২২ সালের মধ্যে মোটর স্ট্যান্ড নির্মাণকাজ সম্পন্ন হবে। এতে এলাকায় উন্নয়ন হবে এবং কিছু সংখ্যক বেকার যুবকদের কর্মসংস্থানও হবে। উল্লেখ্য, নেতাজি নগরস্থিত মোটর স্ট্যান্ডটি দীর্ঘ বছর ধরে দৈন্যদশায় ভুগছিল। তেলিয়ামুড়া মোটর স্ট্যান্ড আধুনিকীকরণ করা হলে দূর-দূরান্ত থেকে আসা যানবাহনের শ্রমিকরা যেমন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে, ঠিক তেমনি যাত্রীসাধারণের জন্য পরিষেবার মান উন্নত হবে।