অনলাইন ডেস্ক, ২২ জুন।। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এটি নতুন যোগের সূচনা। ব্রাসেলসে গত সপ্তাহে ন্যাটো সম্মেলনে এই দুই নেতা দেখা করেন। পরে নিজের মন্ত্রিসভার বৈঠকে এরদোয়ান বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা নতুন যোগের উন্মোচন করেছি।
বাইডেনের সঙ্গে ইতিবাচক আলোচনায় আমরা সবচেয়ে ভালো সুবিধা অর্জনের ব্যাপারে আত্মবিশ্বাসী।’ তুরস্ক রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করায় এর আগে ওয়াশিংটন আঙ্কারার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এবং এরদোয়ানের শাসনামলে মানবাধিকার পরিস্থিতির চরম অবনতি ঘটার কঠোর সমালোচনা করে।
তবে কেবিনেট বৈঠকের পর এ তুর্কি নেতা বলেন, তিনি ও বাইডেন একটি গঠনমূলক আলোচনা করেছেন এবং দু’দেশের মধ্যে যোগাযোগ চালু রাখার বিভিন্ন উপায় ধরে রাখার ব্যাপারে সম্মত হয়েছেন। তিনি বলেন, ‘বাইডেনের সঙ্গে আমাদের আলোচনার ইতিবাচক ইঙ্গিতের ফলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যোগাযোগ চ্যানেল জোরদার করে আমরা দেশের জন্য সম্ভাব্য সর্বোচ্চ সুবিধা অর্জনে বদ্ধপরিকর।
’ এ ক্ষেত্রে ‘তুরস্কের’ একমাত্র দাবি হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতি সম্মান করা এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের লড়াইয়ে সমর্থন জানানো।’ বাইডেন এরদোয়ানের সঙ্গে তার বৈঠকের ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেননি।