স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২২ জুন।। বিশালগড় মহকুমায় করোনা সংক্রমণে অকালে প্রয়াত অলক দেবনাথ ও চন্দন ঘোষের শিশু পুত্র ও কন্যাদের সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের শিশু সুরক্ষা প্রকল্পে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
মহকুমায় করোনা সংক্রমণে প্রয়াত অলক দেবনাথের দুই পুত্র সন্তান ও চন্দন ঘোষের দুই শিশু কন্যাকে এই প্রকল্পে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তাদেরকে আগামী ১ বছর প্রতিমাসে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। উল্লেখ্য, বিশালগড় মহকুমার পূর্ব লক্ষ্মীবিলের অলক দেবনাথ এবং ঘনিয়ামারার চন্দন ঘোষ গত মে মাসে করোনা সংক্রমণে মারা যান।
সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি, বিশালগড় মহকুমার মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস সম্প্রতি প্রয়াত অলক দেবনাথ ও চন্দন ঘোষের বাড়িতে যান। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের জেলা আধিকারিক ড. চন্দ্রানী বিশ্বাস জানান, এই সহায়তা আপাতত এক বছরের জন্য দেওয়া হলেও পরিবর্তী সময়ে তা পুনরায় নবীকরণ করা হবে।