‘ধুম ফোর’ নিয়ে গুঞ্জন, শোনা যাচ্ছে, এ ছবিতে সালমানের সঙ্গে নাকি পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক, ২২ জুন।। বলিউড ফ্র্যাঞ্চাইজি ‌‘ধুম’ মানেই টুইস্টে ভরা গল্প, দুর্ধর্ষ অ্যাকশন আর জমজমাট সংলাপের খেলা। অভিনয়ে থাকেন প্রথম সারির একাধিক নায়ক-নায়িকা। আর এ সবের পাশাপাশি ছবির অন্যতম আকর্ষণ ভিলেন। এখনো পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির মুক্তি পাওয়া তিনটি ছবিতেই ভিলেন কিংবা অ্যান্টি হিরোর ভূমিকায় দেখা গেছে জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানকে।

ব্যবসার নিরিখে গড়েছে নতুন নতুন মাইলফলক। ২০১৩ সালের পর একাধিকবার শোনা গেছে চার নম্বর কিস্তির কথা। এসেছে শাহরুখ ও সালমান খানের নাম। এক সপ্তাহ ধরেই সোশ্যাল মিডিয়া থেকে বলিউড মজেছে নতুন করে ওঠা ‘ধুম ফোর’ গুঞ্জনে। শোনা যাচ্ছে, এ ছবিতে সালমানের সঙ্গে নাকি পর্দায় হাজির হতে চলেছেন অক্ষয় কুমার। এবার সেই প্রসঙ্গে বক্তব্য রাখলেন স্বয়ং ‘খিলাড়ি’। এক সাক্ষাৎকারে জানান, বিষয়টি তার কানেও এসেছে। তিনি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারেন যে ‘ধুম ফোর’ নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা পুরোপুরি ভুয়া ও গুজব।

কয়েকদিন আগের এক টুইট থেকেই গুঞ্জনের সূত্রপাত। সেখানে ‘ধুম ফোর’-এর ফ্যানমেড পোস্টার আপলোড করেন এক ব্যক্তি। বলা হয়, ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে সালমানকে। আরেক টুইটে বলা হয়, প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে প্রায় পাকা কথা সেরে ফেলেছেন অক্ষয়। যেহেতু ইয়াশ রাজের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন সালমান ও অক্ষয়, তাই অনেকে ভেবেছেন টুইটটি সত্য।

এ দিকে অক্ষয়ের হাতে জমা রয়েছে বেশ কয়েকটি ছবি। আতরাঙ্গি রে, রাম সেতু ও বচ্চন পান্ডের শুটিং প্রায় শেষ পর্যায়। মুক্তির অপেক্ষায় রয়েছে পৃথ্বীরাজ, বেল বটম ও সূর্যবংশী। অন্যদিকে পিছিয়ে নেই সালমানও। আছে রয়েছে অন্তিম, টাইগার থ্রি, কাভি ঈদ কাভি দিওয়ালি ও দক্ষিণী সুপারহিট ছবি ‘মাস্টার’-এর রিমেক।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?