স্টাফ রিপোর্টার, কমলপুর, ২২ জুন।। নৈশ কার্ফুর মধ্যে চুরির ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। ধলাই জেলার কমলপুর শহরে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। তাতে ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে। করোণা কারফিউ চলাকালীন চুরির ঘটনা ঘটেছে কমলপুর শহরে। তাতে ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়,সোমবার কমলপুর থানার নাকের ডগায় বাস টার্মিনাল ও বিদ্যুৎ নিগম সংলগ্ন জয় গুরুরাবার ডিলারের দোকানে চোরেরা হানা দিয়ে দেড় লক্ষাধিক টাকার রাবার শিট চুরি করে নিয়ে যায়।
রাবার ডিলারের দোকানটি জয়শ্রী দাসের নামে। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী দোকানের লোকজন দোকান মালিক জয়শ্রী দাসের স্বামী সুজিত দাসকে খবর দিলে তিনি কলাছড়ি থেকে এসে দেখেন দোকানের দেড় লক্ষাধিক রাবার শিট চুরি হয়ে গেছে। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এই নৈশ কার্ফু চলাকালীন এই চুরির ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। চোরেরা দোকান ঘরের দরজা ভেঙ্গে রাবার শিট গুলি চুরি করে নিয়ে যায়। এর আগে একাধিকবার মানিক ভান্ডার, হালাহালি বাজারে রাবার শিটের দোকান থেকে রাবার চুরি হয়।
এখন প্রশ্ন দেখা দিয়েছে যে, কার্ফু চলাকালীন থানার নাকের ডগায় পুলিশ পাহাড়া থাকা কালীন কি করে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ আজ পর্যন্ত কোন চোরের টিকির নাগাল পায়নি। এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।কমলপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে ব্যবসায়ী মহলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে কমলপুর শহর এলাকায় রাত্রিকালীন পুলিশী টহলের দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে চোরেরা এধরনের চুরির ঘটনা সংঘটিত করতে সক্ষম হয়েছে। রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য ব্যবসায়ীসহ স্থানীয় জনগণ দাবি জানিয়েছেন।