স্টাফ রিপোর্টার, আগরতলা, ২২ জুন।। পেট্রোল- ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও করোনা পরিস্থিতিতে প্রত্যেকের জীবন রক্ষার তাগিদে ভ্যাকসিনের দুটি ডোজ নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সদরের মহকুমা শাসকের অফিসে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছে সিপিআইএম।
পেট্রোল ডিজেল সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কোভিড পরিস্থিতিতে আয়করের আওতার বাইরে থাকা সব পরিবারকে আগামী ৬ মাস মাসিক ৭,৫০০ টাকা করে নগদ প্রদান ও সব পরিবারকে বিনামূল্যে মাথাপিছু ১০ কেজি করে চাল সরবরাহ করার দাবিতে আগরতলায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএমের প্রবীণ নেতা তথা বামফ্রন্টের আহবায়ক বলেন, করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে সরকারের যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন ছিল সেসব পদক্ষেপ যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে না।
প্রত্যেকের জন্য করোনা ভ্যাকসিন এর ব্যবস্থা করা এবং গরীব দেশের মানুষের জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও অর্থের সংস্থান করার জোরালো দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন জনস্বার্থ সংশ্লিষ্ট মোট ৭ দফা দাবিতে গত কুড়ি জুন থেকে আগামী ২৮ জুন পর্যন্ত এ ধরনের আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় প্রতিটি মহাকুমা এবং প্রতিটি অঞ্চল এলাকায় দলের পক্ষ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করে এসব দাবি পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হচ্ছে।
এর অঙ্গ হিসেবে মঙ্গলবার আগরতলায় সদরের কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। তিনি অভিযোগ করেন সিপিআইএম ছাড়া অন্যান্য বিরোধী দলগুলো জনগণের এসব গুরুত্বপূর্ণ দাবি সম্পর্কে কোনো কথাই বলছে না। একমাত্র বাবারাই সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সরকারের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর বলেও তিনি দাবি করেন। রাজ্যব্যাপী ও দেশব্যাপী এসব দাবিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলে সরকারকে এসব দাবি পূরণে বাধ্য করতে হবে বলেও তিনি উল্লেখ করেন। করোনা পরিস্থিতিতে ৭ দফা দাবিতে ছাত্র যুব সমাজ সহ সব কটি বামপন্থী সংগঠনকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।