পেট্রোল ডিজেলের মূল্যের লাগাম নেই, সদর জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুন।। অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে পেট্রোল-ডিজেলের মূল্য৷ পেট্রোল ডিজেলের মূল্যের লাগাম টানতে রাজ্য সরকারেরও কোন ধরনের ভূমিকা নেই৷ এমনটাই অভিযোগ তুলে সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়৷

বিক্ষোভ কর্মসূচি করা হয় বড়দোয়ালি পেট্রোল পাম্পের সামনে৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তেজেন দাস৷ তিনি বিক্ষোভ কর্মসূচিতে সরকারের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশব্যাপী পেট্রোল এবং ডিজেলের মূল্যের বৃদ্ধিতে মানুষের অবস্থা দুর্বিষহ৷

প্রদেশ কংগ্রেস সারাদেশের পাশাপাশি রাজ্যে প্রতিবাদ জানাচ্ছে৷ প্রতিবাদের মাধ্যমে সরকারকে চাপ সৃষ্টি করে পেট্রোল এবং ডিজেলের মূল্য বৃদ্ধি প্রত্যাহার করতে ভূমিকা গ্রহণ করবে বলে অভিমত কংগ্রেসের৷ কিন্তু এখন পর্যন্ত পেট্রোল এবং ডিজেলের মূল্য হ্রাস করার কোন দায়িত্ব নিচ্ছে না সরকার৷

সরকার কোনরকম দায়িত্ব না নিয়ে কংগ্রেস শাসিত রাজ্যগুলিকে পেট্রোলের মূল্য কমানোর কথা বলছে৷ কিন্তু সরকার যদি পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার করার কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীদিনে বিকল্প পদক্ষেপ গ্রহণ করার চিন্তাভাবনা চলছে বলে জানান তেজেন দাস৷

এদিকে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস জানিয়েছেন, পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করছে না৷ এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত নিষ্ঠুরতার ভূমিকা পালন করে চলেছেন৷

পেট্রোল ডিজেলের মূল্য যাতে কমিয়ে মানুষের মধ্যে স্বস্তি নিয়ে আসে তার জন্য তিনি দাবি জানান৷ এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তনমন্ত্রী লক্ষ্মী নাগ, জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?