অনলাইন ডেস্ক, ২২ জুন।। পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়েছেন ইউনিস খান। বোর্ডের সঙ্গে এক পারস্পরিক সম্মতিতে দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন তিনি। মঙ্গলবার (২২ জুন) এক বিবৃতিতে এমনটাই জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত নভেম্বরে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পান ইউনিস। তার সঙ্গে ২ বছরের চুক্তি করে পিসিবি।
এই চুক্তির মেয়াদ শেষ হতো ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। তবে দায়িত্ব নেওয়ার ৭ মাসের মাথায় সরে তদা এই সাবেক ব্যাটসম্যান। কী কারণে ইউনিস দায়িত্ব ছেড়েছেন তা প্রকাশ করা হয়নি। তবে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, অনেক আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছে তারা। তিনি বলেন, ‘দক্ষ ও অভিজ্ঞ ইউনিস খানকে হারানো দুঃখজনক। টানা আলোচনা, পারস্পরিক ও আপসে আমরা অনিচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্তে এসেছি, এখন সময় ভিন্ন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার।’
ওয়াসিম খান আরও বলেন, ‘স্বল্প সময়ের জন্য পাকিস্তানের ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে তিনি যে অবদান রেখেছেন তার জন্য ইউনিস খানকে ধন্যবাদ জানাতে চাই। আশা করি, তিনি উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে তার বিস্তৃত জ্ঞান ভাগাভাগি করে পিসিবিকে সব সময় সহায়তা করে যাবেন।’ ইউনিস খান সরে দাঁড়ানোয় পাকিস্তান এখন ইংল্যান্ড সফরে যাবে ব্যাটিং কোচ ছাড়া।
যার ফলে প্রধান কোচ মিসবাহ-উল-হকের কাঁধে আরও দায়িত্ব বাড়ল। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর্দা নামার পর পাকিস্তানি খেলোয়াড়রা যুক্তরাজ্য সফরে যাবে ২৫ জুন। ৮-২০ জুলাইয়ের মধ্যে ইংলিশদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। এরপর ইংল্যান্ড সফর শেষে ২৭ জুলাই থেকে ২৪ আগস্টের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ক্যারিবীয় সফরে যাবে মিসবাহ-উল-হকের দল।