স্টাফ রিপোর্টার, আগরতলা, ২১ জুন।। রবিবার কল্যাণপুর এবং মুঙ্গিয়াকামীর মধ্যবর্তী এলাকায় ৩ যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনা অমানবিক, সভ্যতাবিরোধী, আইন ও বিচার ব্যবস্থার বিরোধী বলে মন্তব্য করেছেন বিরোধী দলনেতা মানিক সরকার৷
সোমবার এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, এই হত্যাকান্ডের ঘটনার তীব্র নিন্দা করছি৷ যাদের হত্যা করা হয়েছে যদি আক্রমণকারীদের আক্রান্তদের অপরাধী এবং আইন বিরুদ্ধ কাজের সাথে যুক্ত বলে মনে হয়ে থাকে তাহলে তাদের পুলিশের হাতে তুলে দেওয়াই ছিল যুক্তিযুক্ত৷
পুলিশকে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুযোগ দেওয়াই হতো উচিত ও সঙ্গত কাজ৷ কিন্তু পরিবর্তে যে ভাবে নিজেদের হাতে আইন তুলে নিলেন এবং তিনটি জীবন সংহার করা হলো তা অমার্জনীয় অপরাধ এবং কোনও ভাবেই সভ্য সমাজ তা মেনে নিতে পারে না৷ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি এই ঘটনার দ্রুত উচ্চ পর্যায়ের তদন্তের ব্যবস্থা করুন৷ দোষীদের চিহ্ণিত করুন৷ তাদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করুন৷
গত তিন-সাড়ে তিন বছরে রাজ্যে এ জাতীয় একাধিক ঘটনা ঘটতে দেখা গেছে৷ এটা পুলিশ ও প্রশাসনের দুর্বলতার বহিঃপ্রকাশ৷
আইন শৃঙ্খলা রক্ষায়, মানুষের জীবন-সম্পত্তি রক্ষায়, শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে বসবাস নিশ্চিত করতে এবং জনগণের একাংশের আইন নিজের হাতে তুলে নেবার ক্রমবর্ধমান প্রবণতা বন্ধ করতে পুলিশ প্রধানের কার্যকরি ভূমিকা গ্রহণ একান্ত আবশ্যক৷