আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটা এত দিন নিজের করে রেখেছিলেন হাভিয়ের মাশ্চেরানো

অনলাইন ডেস্ক, ২২ জুন।। আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলার রেকর্ডটা এত দিন নিজের করে রেখেছিলেন হাভিয়ের মাশ্চেরানো। এবার সাবেক সতীর্থকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ের ম্যাচে মাঠে নেমে মাশ্চেরানোর রেকর্ডে ভাগ বসালেন মেসি। দেশের হয়ে সর্বোচ্চ ১৪৭ ম্যাচ খেলে একই চেয়ার ভাগাভাগি করছেন মেসি-মাশ্চরানো।

আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে বলিভিয়ার বিপক্ষে। ম্যাচটিতে মাঠে নামলেই দেশর হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি। চলতি কোপা আমেরিকা শুরুর আগে হাভিয়ের জানেত্তিকে ছাড়িয়ে গিয়েছিলেন বার্সা অধিনায়ক। লা আলবিসেলেস্তেদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার তালিকায় মেসি-মাশ্চেরানোর পরে আছেন হাভিয়ের জানেত্তি (১৪৩)।

এরপরে আছেন রবার্তো আয়ালা (১১৫), আনহেল ডি মারিয়া (১০৫), ডিয়েগো সিমিওনে (১০৪), সার্জিও আগুয়েরো (৯৭), আলফ্রেড রুগেরি (৯৭), সার্জিও রোমেরো (৯৬) ও ডিয়েগো ম্যারাডোনা (৯১)। কেবল আর্জেন্টিনার হয়ে নয়, কোপায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডের সামনে মেসি। এ পর্যন্ত দক্ষিণ আমেরিকা মহাদশের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ৩০ ম্যাচ খেলেছেন তিনি।

কোপায় সর্বোচ্চ ৩৪ ম্যাচ খেলার রেকর্ডটি চিলির সাবেক গোলরক্ষক সার্জিও লিভিংস্টোনের। এরপরে ৩৩ ম্যাচ খেলে দুইয়ে আছেন ব্রাজিলের জিজিনহো। সমান ৩০ ম্যাচ খেলে তিনে আছেন বলিভিয়ার সাবেক তারকা ভিক্তর উগার্তে ও মেসি। চলতি কোপায় ফাইনাল পর্যন্ত খেলতে পারলে লিভিংস্টোনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন মেসি।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?