অনলাইন ডেস্ক, ২২ জুন।। লম্বা সময় অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের বাজারে ‘গডজিলা ভার্সেস কং’ ১০ কোটি ডলার এর বেশি আয়ের মাইলফলক অতিক্রম করলো। এপ্রিলের শুরুতে ওয়ার্নার ব্রসের ছবিটি প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে মুক্তি পায়। প্রথম সপ্তাহান্তে আয় করে ৩.২ কোটি ডলার।
টিকিট উইন্ডো ঝড় তুলে দুই দানব গডজিলা ও কং অচিরেই আয় করে নেয় ৯.৮ কোটি ডলার। এরপর ১০ কোটির মাইলফলকের দিকে চোখ রাখছিলেন সবাই। এখন ১২ সপ্তাহে দেশীয় বাজারে ‘গডজিলা ভার্সেস কং’-এর আয় ১০ কোটি ডলারেরও বেশি। করোনার আবহে যুক্তরাষ্ট্রের বাজারে ১০ কোটি অতিক্রম করা দ্বিতীয় ছবি ‘গডজিলা ভার্সেস কং’।
তবে কিছুদিন আগে প্যারামাউন্টের ‘আ কোয়ায়েট প্লেস পার্ট টু’ মাত্র ১৫ দিনে এ অঙ্কের অর্থ আয় করে। বর্তমানে হরর সিনেমাটির দেশীয় আয় সাড়ে ১২ কোটি ডলার। এ দিকে আন্তর্জাতিক বাজার মিলিয়ে ‘গডজিলা ভার্সেস কং’-এর আয় সোয়া ৪৪ কোটি ডলার। করোনার আগে ২০১৯ সালে ছবিটির আগের কিস্তি মোট আয় করে সাড়ে ৩৮ কোটি ডলারের বেশি। অ্যাডাম উইনগার্ড পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন মিলি ববি ব্রাউন, অ্যালেকজান্ডার স্কার্সগার্ড, রেবেকা হল ও ব্রায়ান টায়ার হেনরি।