অনলাইন ডেস্ক, ২২ জুন।। চোটে ইউরো কাপ শেষ হয়ে গেলে ফ্রান্স ফরোয়ার্ড উসমানে দেম্বেলের। গত শনিবার হাঙ্গেরির বিপক্ষে ১-১ ড্র ম্যাচে হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল দেম্বেলেকে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মাঠে দলের আক্রমণে ভূমিকাও রাখেন।
তবে মাঠ ছেড়ে যেতে হয় ৩০ মিনিটের মধ্যে। সোমবার এক বিবৃতিতে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানায়, বুদাপেস্ট হাসপাতালে রবিবার এক্স-রে করানো হয়েছিল দেম্বেলের। তাতে চোট ধরা পড়েছে। দেম্বেলের পুনর্বাসনের সময়টা বেশ লম্বাই। অন্তত এক থেকে দুই মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই বার্সেলোনা তারকাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন কোচ দিদিয়ে দেশম।
বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে। এই মুহূর্তে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে রয়েছে ফ্রান্স। সমান ৩ পয়েন্ট নিয়ে জার্মানি দুইয়ে এবং পর্তুগাল আছে তিনে। ১ পয়েন্ট নিয়ে তলানিতে হাঙ্গেরি।